English

27.4 C
Dhaka
শুক্রবার, আগস্ট ২৯, ২০২৫
- Advertisement -

সাত বছর আগে শুটিংয়ে দুর্ঘটনা, আজও ভুগছি: নিশো

- Advertisements -

নাসিম রুমি: গেল মাসেই নিজের অসুস্থতার কথা জানিয়েছিলেন অভিনেতা আফরান নিশো। বিস্তারিত না বললেও তিনি জানান, দীর্ঘদিন হাঁটুর সমস্যায় ভুগছেন। সঙ্গে আছে মেরুদণ্ডের সমস্যাও। ফলে ঠিকঠাক কাজও করতে পারেন না। সম্প্রতি ‘আকা’ সিরিজের ট্রেলার ‍উন্মোচন অনুষ্ঠানে সেই দুর্ঘটনার নিয়ে বিস্তারিত কথা বলেন এই অভিনেতা।

আফরান নিশো বলেন, ‘পুরোপুরি অ্যাকটিভ লাইফ লিড করার জন্য আমার পায়ে যে লিগামেন্ট ইস্যু আছে, সেটা সার্জারি করাতে হবে। আর স্পাইনে কিছু সমস্যা আছে। সেটার জন্য থেরাপি আর এক্সারসাইজের সাহায্য নিতে হবে। আমি সব সময় নিচু হয়ে বসে থাকি, এক জায়গায় বসে থাকি অনেকক্ষণ। এসব অভ্যাস থেকে যদি নিজেকে মুক্ত করতে পারি, তাহলে একটু আরামের জীবনযাপন করতে পারব।’

প্রায় সাত-আট বছর আগে একটি নাটকের শুটিংয়ে বাইক চালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি। সেখান থেকেই জটিলতার শুরু।

নিশো বলেন, ‘আমি নিজের সীমাবদ্ধতা কিংবা কষ্টের কথা কখনো শেয়ার করি না। নিজে নিজে সমাধান করার চেষ্টা করি। কখনো মানসিকভাবে ভেঙে পড়ি না বা নিজেকে ভেঙে পড়তে দিই না। সাত-আট বছর আগে কাউলাতে শুটিং করতে গিয়ে বাইক অ্যাক্সিডেন্ট করি। হাঁটুতে মারাত্মক আঘাত পাই। সেই সময় চিকিৎসক আমাকে বলেছিলেন ৩০ দিনের রেস্ট নিতে।’

তবে ব্যস্ত শিডিউলের কারণে মাত্র তিন দিনের বিশ্রাম নিতে পেরেছিলেন নিশো। তিন দিন পরই শুটিংয়ে ফিরতে হয় তাঁকে। নিশো কথায়, ‘ওই সময় এক মাস শুটিংয়ে বিরতি দেওয়া মানে হলো বড় অপরাধে অপরাধী হয়ে যাওয়া। তাছাড়া, আমি নিজের প্রতি একটু উদাসীন ছিলাম। কাজ চালিয়ে যাচ্ছিলাম, আর লিগামেন্ট ইস্যু যেহেতু, তাই কিছু এক্সারসাইজ করতাম। একটা পর্যায়ে আমি ভেবে নিয়েছিলাম, হয়তো পা ঠিক হয়ে গেছে।’

তবে গত কয়েক বছরে বেশ কয়েকবার বিরূপ পরিস্থিতিতে পড়তে হয়েছে তাকে। নিশো বলেন, ‘এটা অনেকটা ইলেকট্রিক শকের মতো। যখন হয়, তখন ইলেকট্রিক শকের মতো আমাকে ফেলে দেয়। আশফাক নিপুনের একটা কাজ করতে গিয়ে এমনটা হয়েছে, অমির একটা কাজের সময় হয়েছে। তখন আমি নাটক করি। ‘সুড়ঙ্গ’ সিনেমার পর যখন ক্রিকেট খেলতে গেলাম, তখন একবার অ্যাক্সিডেন্ট ঘটে। তারপরও আমি সব সময় ভাবি, আমি ঠিক হয়ে গেছি। সর্বশেষ কিছু দিন আগে আমার ছেলের সঙ্গে বাসায় ফুটবল খেলছিলাম। তখন একটু বাজেভাবেই ইনজুরড হই। সব মিলিয়ে মনে হচ্ছে, আমার রেস্টে থাকাটা ইমপরট্যান্ট।’

হাঁটুর অস্ত্রোপচার করিয়ে, পুরোপুরি সুস্থ হয়ে তবেই শুটিংয়ে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন নিশো । কারণ, এখন স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন, কিন্তু এ অবস্থায় শুটিংয়ে যাওয়াটা ঝুঁকিপূর্ণ। যদিও অক্টোবরের শেষ দিকে রেদওয়ান রনির ‘দম’ সিনেমার শুটিং শুরু করার কথা রয়েছে তাঁর।

আগামী ৪ সেপ্টেম্বর হইচইয়ে মুক্তি পাবে আফরান নিশোর নতুন ওয়েব সিরিজ ‘আকা’।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/amwn
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন