English

23 C
Dhaka
বুধবার, জানুয়ারি ১৪, ২০২৬
- Advertisement -

সালমান ও ধোনির মাটির মজা!

- Advertisements -

গায়ক অমৃতপাল সিং ধিলন বা এপি ধিলন আবারও একবার ইন্টারনেটকে আলোড়িত করেছেন এক ‘অপ্রত্যাশিত কোলাব’-এর মাধ্যমে। এবার তিনি বলিউড সুপারস্টার সালমান খান এবং ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক এমএস ধোনির সঙ্গে মজা করলেন অফ-রোডিং এ।

১৩ জানুয়ারি এপি ধিলন ইনস্টাগ্রামে শেয়ার করেন সালমান খানের প্যানভেল ফার্মহাউসে অনুষ্ঠিত একটি মাটির অ্যাডভেঞ্চারের ছবি। কিছু ছবিতে দেখা যায়, তিনজনই মাটিতে ভিজে খোলা মাঠে এটিভি (অল-টারেইন ভেহিকল) চালাচ্ছেন। একটি ছবিতে তিনজনকে দেখা যায় কাপড়ে মাটির দাগ থাকা সত্ত্বেও একে অপরের কাছাকাছি হাসিমুখে দাঁড়িয়ে।

একটি ভিডিওতেও দেখা যায়, তাদের এটিভি গাড়িটি দুর্ঘটনার কারণে আটকে যায়। এপি ধিলন মজার ছলে ক্যাপশন দেন, ‘তুমি কাকে দোষ দেবে?’

পোস্টটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। অনেক ফ্যান বলেন, ‘ওহ মাই গড, এটা কত মজার!’ কেউ লিখেছেন, ‘অপ্রত্যাশিত কোলাব।’ কেউ আবার মজা করে মন্তব্য করেছেন, ‘এআই ব্যবহার করা হয়েছে কি?’ এবং অন্যজন লিখেছেন, ‘চিল করে, এটা এআই না।’

এটি এপি ধিলন এবং সালমান খানের প্রথম নয়। এর আগেও সালমান এপি ধিলনের মিউজিক ভিডিও ওল্ড মানিতে এপি ধিলনের ভাই হিসেবে অভিনয় করেছেন, যেখানে সঞ্জয় দত্তও ছিলেন।

এপি ধিলন সম্প্রতি রাতান লাম্বিয়ান গান ও মিউজিক ভিডিও প্রকাশ করেছেন। গানটির কথার লেখক শিন্দা কাহলন, প্রযোজক মাইক টম্পা ও লুকা মাউটি। সালমান খান আপাতত তার নতুন ছবি ব্যাটল অব গলওয়ান–এর মুক্তির অপেক্ষায়। এই ছবি আগামী ১৭ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/1wzb
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন