English

25 C
Dhaka
বুধবার, নভেম্বর ১৯, ২০২৫
- Advertisement -

‘সিংহাম রিটার্নস’-কেও ছাড়িয়ে গেল ‘রেইড টু’

- Advertisements -

বলিউড সুপারস্টার অজয় দেবগন অভিনীত ‘রেইড টু’ বর্তমানে বক্স অফিসে দুর্দান্ত সাড়া ফেলেছে। রাজ কুমার গুপ্তা পরিচালিত এই ক্রাইম থ্রিলার ছবিটি ১ মে ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। ছবিতে দুর্নীতির বিরুদ্ধে আয়কর বিভাগের অভিযানকে কেন্দ্র করে তৈরি হয়েছে মূল কাহিনি।

‘রেইড’ (২০১৮)-এর সিক্যুয়েল এই ছবিটি ইতোমধ্যে সমালোচকদের প্রশংসা এবং দর্শকের ভালোবাসা কুড়িয়েছে।

ছবিটি মুক্তির ২২ দিনেই বক্স অফিসে আয় দাঁড়িয়েছে ১৫৬.৮৫ কোটি রুপি। ফিল্ম ট্র্যাকার স্যাকনিল্ক-এর তথ্যমতে, তৃতীয় বৃহস্পতিবার অর্থাৎ মুক্তির ২২তম দিনে ছবিটির আয় ছিল ১.৭৫ কোটি রুপি। যদিও শুরুতে ১৬০ কোটির লক্ষ্যে ছুটেছিল ‘রেইড টু’, তবে বর্তমানে আয়ের হার কিছুটা কমেছে।

প্রথম চার দিনেই ‘রেইড টু’ আয় করে ৭০ কোটি রুপির বেশি, যেখানে রবিবার একদিনেই ছবির সর্বোচ্চ আয় ছিল ২২ কোটিরও বেশি। প্রথম সপ্তাহ শেষে মোট আয় দাঁড়ায় ৯৫.৭৫ কোটি রুপি।

তৃতীয় সপ্তাহে প্রবেশের পর থেকে ছবির আয় প্রতিদিন কমতে থাকে। ১৬ থেকে ২২ মে পর্যন্ত দৈনিক আয় গড়ে দাঁড়ায় ১.৭৫ কোটি রুপি।

এই মুহূর্তে ‘রেইড টু’, অজয়ের আগের দুটি সুপারহিট ছবি—‘সিংহাম রিটার্নস’ ও ‘শয়তান’-এর বক্স অফিস রেকর্ড পেছনে ফেলেছে। এখন দৃষ্টি ১৬০ কোটি রুপি স্পর্শ করার দিকে। তবে চলমান প্রবণতা বলছে, পরবর্তী কয়েকদিনের পারফরম্যান্সই নির্ধারণ করবে সিনেমাটি শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/uwa4
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন