নাসিম রুমি: কখন যে রেনু নামের রাজবাড়ীর তরুণী রোজিনা নামের মাঝে হারিয়ে গেলেন সেটা তিনি নিজেও বলতে পারেন না। রুপালি দুনিয়ায় একের পর এক সিনেমা করে গেছেন, পেয়েছেন দর্শকপ্রিয়তা। তুলে নিয়েছেন সফলতা, স্বীকৃতি। বলছি এক সময়ের জনপ্রিয় নায়িকা রোজিনার কথা।
অসংখ্য দর্শকপ্রিয় সিনেমার এ নায়িকা বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। বছরে অনেকটা সময় পরিবারের সঙ্গে সেখানে থাকেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হলেও চলচ্চিত্রে তার বর্তমান ব্যস্ততা বা উপস্থিতি খুব একটা নেই। অভিনেত্রী দেশ-বিদেশে যেখানেই থাকেন সামাজিক কিংবা সিনেমা সংশ্লিষ্ট অনুষ্ঠানে তার ঝলমলে উপস্থিতি চোখে পড়ার মতো।
অবশ্য সোশ্যাল মিডিয়ায় তার পোশাক বা মেকআপ নিয়ে ভালো-মন্দ মন্তব্য দেখা দেয়। এই বিষয়ে রোজিনা বলেন, সারা বিশ্বে সেলিব্রিটিদের ভালো-মন্দ মন্তব্য নিয়েই পথ চলতে হয়। আমিও এর ব্যতিক্রম নই। বিষয়টি আমি খুব গুরুত্ব দিয়ে দেখি না। তবে আমি বলবো, অন্যের সমালোচনা না করে আত্মসমালোচনা করুন তাতে আপনার মেধার উন্নতি হবে। রোজিনা বলেন, প্রতি বছরই যুক্তরাজ্য বেড়াতে আসতে হয়, পরিবার-পরিজনদের সঙ্গে মিলিত হতে। এবার ঠিক করেছি লন্ডনের ঐতিহাসিক স্থানগুলো ঘুরে দেখবো। সেই অনুযায়ী অক্সফোর্ড ঘুরে এলাম সম্প্রতি।
এর বাইরে লন্ডনে প্রবাসী বাঙালিদের আয়োজনে আমাকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল। মজার বিষয় দর্শকদের অনুরোধে আমার অভিনীত জনপ্রিয় গান ‘তোমাকে চাই আমি আরও কাছে’র সঙ্গে অভিনয় করতে হয়েছে। উপস্থিত দর্শকরাও আমার গানের সঙ্গে গলা মিলিয়েছেন।
বর্তমান চলচ্চিত্র নিয়ে রোজিনা বলেন, এখনকার প্রজন্ম সামাজিক সিনেমার চেয়ে থ্রিলার ও অ্যাকশনধর্মী সিনেমা দেখতে আগ্রহী। তারুণ্যকে আমি ভালোবাসি। অভিমান যুক্ত করে এ অভিনেত্রী বলেন, অনেকেই আমাদের সিনিয়র শিল্পীদের সম্মান দিতে জানেন না। তারা অবহেলিত, যেটা সত্যিই দুঃখজনক। সবকিছুর ঊর্ধ্বে আমি মনে করি গুরুজনকে সম্মান দেয়া। সম্মান, যশ-খ্যাতি আমার যতটুকুই অর্জন, দর্শকদের ভালোবাসার কারনেই।