English

31.2 C
Dhaka
শুক্রবার, জুলাই ১১, ২০২৫
- Advertisement -

সিনেমা হলে সাপ হাতে যুবকের নাচ, হুলস্থুল কাণ্ড

- Advertisements -

প্রিয় অভিনেতার জন্য কী-ই না করেন ভক্তরা। কখনও তাঁর স্পর্শ পাওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায়, আবার কখনও বা তারকাদের সঙ্গে একফ্রেমে সেলফি নিতে মরিয়া ভক্তরা উন্মত্ত হয়ে ওঠেন।

কেউ কেউ তো আবার মাইলের পর মাইল হেঁটে কিংবা সাইকেল চালিয়ে প্রিয় তারকার বাড়ির সামনে অপেক্ষা করেন! অনেকে আবার প্রিয় নায়কের সিনেমার চরিত্রের অনুকরণ করে সম্মান জানান।

তবে এবার দক্ষিণী সুপারস্টার মহেশবাবুর এক অনুরাগী যা করলেন, তা দেখে তাজ্জব নেটদুনিয়া!সদ্য রি-রিলিজ করেছে মহেশবাবুর ‘খালেজা’। যে সিনেমা ২০১০ সালে বক্স অফিসে ঝড় তুলে দিয়েছিল। শুক্রবার (৩০ মে) সেই ছবির মুক্তি ঘিরে এমনিতেই দক্ষিণী মহলে উন্মাদনার পারদ চড়েছিল।

তবে ছবি দেখতে গিয়ে হলে যা কাণ্ড ঘটালেন জনৈক দর্শক, তা রীতিমতো দাবানল গতিতে ভাইরাল।

বলিউড মাধ্যম সূত্রে খবর, বিজয়ওয়াড়ার এক সিনেমাহলে জ্যান্ত সাপ নিয়ে ‘খালেজা’ দেখতে গিয়েছিলেন জনৈক। ওই ছবির এক দৃশ্যে সাপ নিয়ে মরুভূমির মাঝে হেঁটে যেতে দেখা গিয়েছিল মহেশবাবুকে।

আইকনিক সেই দৃশ্য দেড় দশক বাদেও বহুল চর্চিত। আর সেই সিকোয়েন্সের পুনর্নিমাণ করার জন্যই সাপ নিয়ে প্রেক্ষাগৃহে গিয়েছিলেন ওই ব্যক্তি।

প্রথমে অনেকে ভেবেছিলেন, সেটা হয়তো খেলনা সাপ! কিন্তু গোল বাঁধে ওই ব্যক্তির হাতে থাকা সাপ যখন কিলিবিলিয়ে ওঠে। সেই দৃশ্য দেখে হুড়োহুড়ি পড়ে যায় হলে। সৃষ্টি হয় আতঙ্কের পরিবেশ। ক্যামেরাবন্দি সেই দৃশ্যই শোরগোল ফেলে দিয়েছে নেটপাড়ায়। জানা গিয়েছে, প্রেক্ষাগৃহে হইচই শুরু হতেই ওই সাপটি নিজে থেকেই বেরিয়ে যায়।

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, জ্যান্ত সাপ হাতে ওই দর্শক প্রেক্ষাগৃহে নাচানাচি করছে বন্ধুদের সঙ্গে। যদিও কে ওই ব্যক্তি, সেটা জানা যায়নি। কারণ কাপড় দিয়ে মুখ ঢেকে প্রেক্ষাগৃহে ঢুকেছিলেন তিনি। তবে সাপটি আদৌ বিষাক্ত কিনা? তা নিয়ে সন্দিহান সকলে।

এদিকে সাপ ধরে হলে সিনেমা দেখতে ঢোকায় মারাত্মক আপত্তি তুলেছেন পশুপ্রেমীরা। অনেকে আবার ওই ব্যক্তির বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার আর্জিও জানিয়েছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/8th9
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন