English

32.1 C
Dhaka
বৃহস্পতিবার, আগস্ট ২১, ২০২৫
- Advertisement -

‘সেই চুক্তি আর থাকছে না’: বড় ঘোষণা শ্রাবন্তীর

- Advertisements -

নাসিম রুমি: ক্যারিয়ারের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনায় থাকেন ওপার বাংলার নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি। আসছে পূজায় মুক্তি পাচ্ছে তার নিতুন সিনেমা ‘দেবী চৌধুরানী’। ইতোমধ্যে মুক্তি পেয়েছে সিনেমাটির টিজার। আর এখন নায়িকার ব্যস্ততা এই সিনেমা ঘিরেই। এমন সময়ে সোশ্যাল মিডিয়ায় এক বড় ঘোষণা দিলেন নায়িকা।

মূলত, পূজা উদ্বোধন, মাচা অনুষ্ঠান বা অন্য কোনো সাংস্কৃতিক ইভেন্টে টালিউড তারকারা সাধারণত কিছু নির্দিষ্ট মানুষের মাধ্যমে যোগাযোগ করে সব আয়োজন সম্পন্ন করেন। এরকম একজনের সঙ্গে দীর্ঘদিন শ্রাবন্তীও যুক্ত ছিলেন, যাতে তিনি এসব অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নিতে পারেন। কিন্তু নায়িকা জানালেন, এবার আর সেই ব্যক্তির সঙ্গে তিনি যুক্ত নেই।

এক বিবৃতি দিয়ে সামাজিক মাধ্যমে শ্রাবন্তী লেখেন, ‘অনেকদিন ধরে আমি একজন নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে মুক্ত মঞ্চের অনুষ্ঠান, সাংস্কৃতিক উৎসব এবং উদ্বোধনী অনুষ্ঠানের জন্য চুক্তিবদ্ধ ছিলাম। তবে এখন থেকে সেই চুক্তি আর কার্যকর থাকছে না।’

নায়িকা আরও লেখেন, ‘অতএব ভবিষ্যতে যেকোনো ধরনের মুক্ত মঞ্চের অনুষ্ঠান, সাংস্কৃতিক উৎসব, উদযাপন বা উদ্ধোধনী অনুষ্ঠানের জন্য আমি কারও সঙ্গে চুক্তিবদ্ধ নই। এই ধরনের অনুষ্ঠান সংক্রান্ত যেকোনো যোগাযোগের জন্য অনুগ্রহ করে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবেন।’

এরপর শ্রাবন্তী তার অফিসিয়াল নম্বরটি শেয়ার করেন।

উল্লেখ্য, অনেক সময়ই এই ধরনের ব্যক্তিরা আয়োজকদের কাছে তারকাদের নিয়ে আসার নাম করে মোটা টাকা প্রতারণা করে। আয়োজকরা যাতে প্রতারিত না হন আর শ্রাবন্তী নিজেও যাতে হেনস্তা হতে না পারেন সেই কারণেই এই ঘোষণা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/88oh
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন