চলতি বছরের গেল এপ্রিলে পাহালগামে সন্ত্রাসী হামলার পর কাশ্মীরে পর্যটন ও চলচ্চিত্র কার্যক্রমে বড় ধরনের ধাক্কা লাগে। এরপর থেকেই সরকার অঞ্চলটির পর্যটন পুনরুজ্জীবনে কাজ করছে। জানা গেছে, আবারও সেখানে হবে বলিউডের শুটিং।
এ নিয়ে মুখ খুলেছেন বলিউড অভিনেতা সুনীল শেঠি। তিনি বলেন, খুব শিগগিরই চলচ্চিত্রশিল্প আবারও রক্তাক্ত সেই কাশ্মীরে শুটিংয়ে ফিরবে। তিনি আশাবাদ ব্যক্ত করেছেন, কাশ্মীর তার হারানো গৌরব ফিরে পাবে।
রবিবার ভারতের বিএসএফ জম্মু আয়োজিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সুনীল শেঠি বলেন, ‘কাশ্মীরে শুটিং শতভাগ হবে। বিক্রম রাজদান, শব্বির বক্সওয়ালা ও বিনয় গান্ধি এই তিনজন বন্ধুরা এ বছরই কাশ্মীরে তাদের সিনেমার কাজ শুরু করছেন। আমি মনে করি, আগামী গ্রীষ্মের আগেই এসব সিনেমার কাজ শেষ হবে।’
