স্কুলজীবনের এক ঘটনার কথা স্মরণ করে ক্ষমা চাইলেন জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন টকশোতে এসে নিজের এ অনুভূতি প্রকাশ করেন তিনি।
ঐশী জানান, দশম শ্রেণিতে পড়ার সময় এক তরুণ তাকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তার প্রত্যুত্তরে যা ঘটেছিল, তা ছিল অভাবনীয়। ঐশী বলেন, প্রেমের প্রস্তাব দেওয়ার প্যাটার্নের থেকে বড় কথা, প্রেমের প্রস্তাব দিয়েছিল এমন একজনকে আমি ক্রিকেট স্ট্যাম্প দিয়ে পিটিয়েছিলাম।
অবাক হয়ে সঞ্চালক চানতে চান, ঠিক কী কারণে এমনটা ঘটেছিল? এবার খানিকটা হাসিমুখে অভিনেত্রী জানান, বয়স কম থাকায় বিষয়টি বোঝার মতো পরিপক্বতা ছিল না তার। তাই এমনটা ঘটে।
যদিও পরক্ষণেই ওই তরুণের কাছে ক্ষমা চেয়ে ঐশী বলেন, আমি তখন ইমম্যাচিউর ছিলাম। আই অ্যাম সরি। আমি এখন তাকে উদ্দেশ করেই বলছি।
বর্তমানে চলচ্চিত্র নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন ঐশী। সবশেষ ওটিটিতে মুক্তি পেয়েছে ‘নূর’ ছবিটি। এতে তার বিপরীতে দেখা গেছে আরিফিন শুভকে। এ ছাড়া ‘সোলজার’ সিনেমায় শাকিব খানের বিপরীতে দেখা যাবে তাকে।
