English

17 C
Dhaka
বুধবার, জানুয়ারি ৭, ২০২৬
- Advertisement -

‘স্পিরিট’-এর ফার্স্ট লুকে প্রভাসের চমক

- Advertisements -

নাসিম রুমি: এ বছর মুক্তি পেতে যাচ্ছে বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘স্পিরিট’। গত বছরের শুরুতেই ঘোষণা করা হয়, প্রথমবারের মতো সন্দীপ রেড্ডি ভাঙ্গার পরিচালনায় অভিনয় অভিনয় করতে যাচ্ছেন ভারতের প্যান ইন্ডিয়া তারকা প্রভাস। তখন থেকেই ছবিটি নিয়ে দর্শকদের মাঝে ব্যাপক উন্মাদনা দেখা যায়। এবার প্রকাশ পেল ‘স্পিরিট’-এর ফার্স্ট লুক।

নববর্ষের শুরুতে মধ্যরাতে ঠিক বারোটায় (০১ জানুয়ারি) ছবিটির প্রথম পোস্টার প্রকাশ করা হয়। ফার্স্ট লুক প্রকাশের পর তা মুহূর্তেই নেট দুনিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দেয়। বছরের শুরুতে প্রথম লুক প্রকাশকে নির্মাতার একটি পরিকল্পিত প্রচারণামূলক কৌশল হিসেবেই দেখা হচ্ছে।

এর আগে গতকাল ৩১ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাঙ্গা লেখেন, ‘স্পিরিট-এর প্রথম পোস্টারের জন্য আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা।’

ছবির নির্মাতার এমন পোস্ট ভক্ত-দর্শকের প্রত্যাশা ও জল্পনা আরও বাড়িয়ে তোলে। বিশ্লেষকদের মতে, এটি সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবির প্রচারণার একটি কৌশল যা তিনি এর আগে রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিমেল’ সিনেমার ক্ষেত্রেও কাজে লাগিয়েছিলেন। তবে এবার আরও বৃহত্তর, প্যান-ইন্ডিয়া পরিসরে মাঠে নেমেছেন আলোচিত এই নির্মাতা।

উল্লেখ্য, শুরুতে এ সিনেমায় দীপিকা পাড়ুকোনের অভিনয়ের কথা থাকলেও এক পর্যায়ে কর্মঘণ্টা সংক্রান্ত অসমঝোতার কারণে সরে দাঁড়ান অভিনেত্রী। খবরটি নিয়ে বলিউডে তখন কম জল ঘোলা হয়নি। পরে দীপিকার জায়গায় ছবিটিতে যুক্ত হন ‘অ্যানিমেল’ খ্যাত অভিনেত্রী তৃপ্তি দিমরি।

এর মধ্য দিয়ে প্রথমবারের মতো সিনেমায় জুটি বাঁধছেন প্রভাস ও তৃপ্তি, যা ‘অ্যানিমেল’-এর পর সন্দীপ রেড্ডি ভাঙ্গার সঙ্গে অভিনেত্রীর দ্বিতীয় কাজ। ছবিতে আরও অভিনয় করছেন বিবেক ওবেরয় ও কাঞ্চনা। ‘স্পিরিট’-এ প্রভাসকে একজন পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে বলে জানা গেছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/2hi7
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন