নাসিম রুমি: ২০০৬ সালে মুক্তি পেয়েছিল এস এ হক অলিক পরিচালিত ‘হৃদয়ের কথা’। ছবিটির অন্যতম বড় আকর্ষণ ছিল এর গান, বিশেষ করে হাবিব ওয়াহিদের কণ্ঠে ‘ভালোবাসবো বাসবোরে বন্ধু’, যা এক দশকেরও বেশি সময় পর আজও সমান জনপ্রিয়। চলচ্চিত্রটির মুক্তির ১৯ বছর পূর্তিতে ফিরে দেখা যাক সেই সময়ের কিছু স্মরণীয় মুহূর্ত। ছবির অডিও অ্যালবাম মুক্তি পায় প্রেক্ষাগৃহে ছবির আসার আগেই।
সেই সময় হাবিব ওয়াহিদের ‘কৃষ্ণ’ ও ‘মায়া’ অ্যালবামের সাফল্যে তরুণ শ্রোতারা যারপরনাই উচ্ছ্বসিত। ঠিক তখনই প্লেব্যাকের প্রস্তাব পান ‘হৃদয়ের কথা’ ছবিতে। হাবিবের জন্য এটি ছিল প্রথম সিনেমার গান। ‘ভালোবাসবো বাসবোরে বন্ধু’ গানটি রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠে।
হাবিবের জন্য গানটি হয়ে ওঠে ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। হাবিবের স্মৃতিতে গানটির সঙ্গে জড়িয়ে আছে আরও এক আবেগঘন অধ্যায়। গানটি তৈরি হওয়ার পর কক্সবাজার থেকে ফেরার পথে গাড়িতে বসেই বাবাকে (ফেরদৌস ওয়াহিদ) প্রথম শোনান এটি। ফেরদৌস ওয়াহিদ গানটি টানা ২৮ বার শুনে বলেছিলেন, ‘হাবিব, তুমি এটা কী বানালে?’ হাবিবের কাছে এটি ছিল এক অনন্য মুহূর্ত, আনন্দময় স্মৃতিগুলোর একটি।