বলিউডের আলোচিত অভিনেত্রী জায়রা ওয়াসিম আবারও ফিরে এলেন আলোচনার কেন্দ্রে, তবে এবার অন্য কারণে। দীর্ঘ পাঁচ বছর অভিনয় জগৎ থেকে দূরে থাকা এই ‘দঙ্গল’ খ্যাত তারকা শুক্রবার রাতে নিজের বিয়ের খবর প্রকাশ করে ভক্তদের চমকে দেন।
প্রথম ছবিতেই বাজিমাত করা জায়রা ওয়াসিম পরবর্তীতে ‘সিক্রেট সুপারস্টার’ সিনেমার মাধ্যমে আরও জনপ্রিয়তা পান। তবে ২০১৯ সালে হঠাৎ করেই তিনি অভিনয় ছেড়ে দেওয়ার ঘোষণা দেন এবং পরবর্তীতে হিজাব ও বোরকা পরিধান শুরু করলে সমালোচনার মুখেও পড়েন।
শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি ছবি প্রকাশ করেন জায়রা। একটিতে দেখা যায়, লাল রঙের বিয়ের পোশাকে কনেবেশে তিনি; পাশে ঘিয়ে রঙের কাশ্মিরি শাল পরিহিত বর। অন্য ছবিতে মেহেদি পরা হাতে নিকাহনামায় সই করছেন জায়রা, ক্যাপশনে লিখেছেন— ‘কবুল হ্যায়।’
তবে বিয়ের পোস্টে পাত্রের নাম বা পরিচয় প্রকাশ করেননি তিনি, ফলে নেটদুনিয়ায় শুরু হয় জোর আলোচনা ও কৌতূহল। ছবিগুলো প্রকাশ হতেই সোশ্যাল মিডিয়া ভরে যায় শুভেচ্ছা বার্তায়।
২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত আমির খানের ব্লকবাস্টার ছবি ‘দঙ্গল’-এ অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান জায়রা ওয়াসিম। পরবর্তীতে বলিউড থেকে বিদায় নেওয়ার পরও তিনি থেকে গেছেন আলোচনার কেন্দ্রে। আর এবার নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করে আবারও শিরোনামে এই প্রাক্তন অভিনেত্রী।