ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফুল ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনার পর সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন অনেক তারকা। আর প্রতিক্রিয়া জানানোর কারণে হত্যার হুমকিও পেয়েছেন অনেকে। এই তালিকায় আছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমকও।
হাদির সুস্থতা কামনা ও ঘটনার নিন্দা জানিয়ে দেওয়া একটি পোস্টের জের ধরেই তাকে এই হুমকি দেওয়া হয়েছে বলে জানান তিনি। জানান, একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে সরাসরি হুমকি দেওয়া হচ্ছে তাকে। তার ব্যক্তিগত ফোন নম্বর ছড়িয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন।
এ ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করে চমক বলেন, ‘মত প্রকাশ করাই যদি অপরাধ হয়, তাহলে সমাজের জন্য তা ভয়ংকর ইঙ্গিত।’
এদিকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন চমক। সেখানে তিনি জানান, তাকে এ পর্যন্ত কয়েক শ’বার ফোন করা হয়েছে। তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।
অভিনেত্রী বলেন, ‘আমি মনে করি আমি অন্তত দেশের জন্য কিছু করতে পেরেছি। আর যদি ওরা আমাকে সত্যিই মেরে ফেলে, তাহলে এটি হবে আল্লাহর পক্ষ থেকে সুন্দর উপহার। এটি হবে শহীদি মৃত্যু।’
এ অভিনেত্রী তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের বলেন, ‘অনেকেই আমাকে নিরাপদে থাকার কথা বলছেন। তোমরা আমাকে নিয়ে চিন্তা কর না। আমি এ নিয়ে চিন্তিত না। আমি যদি সত্যিই মারা যাই, তাহলে এটি হবে গর্বের।’
