English

29.8 C
Dhaka
বুধবার, জুলাই ১৬, ২০২৫
- Advertisement -

১১ এপ্রিল স্বাধীনতা কনসার্ট রাজধানীসহ ৩ বিভাগীয় শহরে

- Advertisements -

নাসিম রুমি: বিএনপি সমর্থিত সংগঠন ‘সবার আগে বাংলাদেশ’ এর আয়োজনে রাজধানীসহ দেশের ৩টি বিভাগীয় শহরে ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে স্বাধীনতা কনসার্ট। ঢাকার কনসার্টটি আয়োজন করা হবে মানিক মিয়া এভিনিউতে।

গতকাল বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে রাজধানীর গুলশানে সংগঠনটির পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব এবং সংগঠনের সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জানান, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এই কনসার্ট আয়োজন করা হচ্ছে।

দেশের ৪টি মহানগর ঢাকা, চট্টগ্রাম, খুলনা এবং বগুড়ায় একই দিনে বিকেল ৩টা থেকে শুরু হবে কনসার্ট। রমজানের কারণে ঈদের পরে কনসার্ট অনুষ্ঠিত হবে উল্লেখ করে শহীদ উদ্দিন চৌধুরী জানান, ‘দেশব্যাপী এ আয়োজনের মূল লক্ষ্য দেশের কৃষ্টি ও সংস্কৃতিতে ভারতীয় এবং পাকিস্তানি সংগীতের আগ্রাসন রুখে দিয়ে দেশীয় সমৃদ্ধ কৃষ্টি ও সংস্কৃতি তুলে ধরা।’

ঢাকার বাইরে চট্টগ্রামে এম এ আজিজ স্টেডিয়াম, খুলনায় স্টেডিয়ামে কনসার্ট অনুষ্ঠিত হবে। বগুড়ার ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি। তিনি আরও বলেন, ‘সবার আগে বাংলাদেশ শুধু সাংস্কৃতিক ক্ষেত্রে কাজ করবে এমনটি নয়, দেশের যেখানে মানুষের সহায়তায় দরকার হবে সেখানেই এই সংগঠন কাজ করবে।’

রাজধানী ঢাকায় সংগীত পরিবেশন করবেন জেমস, ফিডব‍্যাক, শিরোনামহীন, প্রীতম, জেফার, মিলা, মিফতাহ জামান। চট্টগ্রামে মাইলস, সাবকনশিয়াস বে অব বেঙ্গল, মিথুন বাবু। বগুড়ায় আর্টসেল, বেবি নাজনীন। খুলনায় ওয়ারফেইজ, কার্নিভেল, বাংলা ৫, কুঁড়েঘর, বালাম, তাহসান, কনা, নাসির, লিজা এবং পলাশ। এর বাইরে প্রত্যেক এলাকার আঞ্চলিক পরিবেশনা থাকবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/0fin
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন