English

27.2 C
Dhaka
রবিবার, জুলাই ১৩, ২০২৫
- Advertisement -

২০২১ সালের মিস ইউনিভার্স বলিউডে নাম লেখালেন

- Advertisements -

নাসিম রুমি: মিস ইউনিভার্স ২০২১ এর মুকুটজয়ী হারনাজ সান্ধু। গেল তিন বছর ধরে নানা রকম মডেলিং ও সিনেমায় কাজ করছেন তিনি। পাঞ্জাবের এই শিখ সুন্দরী এবার বলিউডে পা রাখতে চলেছেন। তিনি বলিউডের অ্যাকশন ঘরানার হিট মুভি ফ্র্যাঞ্জাইজি ‘বাঘি’-তে যুক্ত হচ্ছেন। সিরিজটির চতুর্থ কিস্তিতে তাকে টাইগার শ্রফের নায়িকা হিসেবে দেখা যাবে।

হারনাজ সান্ধু এর আগে পাঞ্জাবি চলচ্চিত্র ২০২২ সালে ‘বাইজি কুটটাঙ্গে’ এবং ২০২৩ সালে ‘যারান দিয়ান পাউন বারান’ ছবিতে অভিনয় করেছেন। ‘বাঘি ৪’ হতে যাচ্ছে তার প্রথম হিন্দি সিনেমা।

ছবিটির নায়িকা হিসেবে দুদিন আগেই জানানো হয় সোনাম বাজওয়া জুটি বাঁধবেন টাইগারের সঙ্গে। এবার আরও এক নায়িকা থাকবে জানিয়ে ঘোষণা দেয়া হলো হারনাজের নাম। আজ ১২ ডিসেম্বর ইনস্টাগ্রামে এই ঘোষণা দেন ছবির প্রযোজক ও পরিচালকেরা।

পরিচালক এ হারশা এবং প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা পরিচালিত এই ছবিটি ২০২৫ সালের ৫ সেপ্টেম্বর মুক্তি পাবে। দ্রুতই শুরু হবে শুটিং। এরইমধ্যে ছবিতে টাইগার শ্রফের পাশাপাশি এর ভিলেন চরিত্রে অভিনয় করা সঞ্জয় দত্তের লুক প্রকাশ করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা পেয়েছে সেগুলো।

সিনেমার সূত্রে জানা গেছে, আগের পর্বগুলোর চেয়ে ‘বাঘি ৪’ হবে আরও বেশে উত্তেজনাপূর্ণ ও অ্যাকশনে ভরপুর। গল্প হবে আরও জমজমাট। যার ফলে এই সিনেমাটি ব্লকবাস্টার হবে বলে আশা করা হচ্ছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/enr2
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন