English

14 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৯, ২০২৫
- Advertisement -

৫৪ কোটি টাকার প্রস্তাব কেন ফেরান সুনীল?

- Advertisements -

নাসিম রুমি: বলিউড অভিনেতা সুনীল শেঠি। অভিনয়ে ততটা সরব নন। তারপরও চলচ্চিত্রে নিজেকে প্রাসঙ্গিক করে রেখেছেন ৬৪ বছর বয়সি এই তারকা। এ ক্ষেত্রে তার ফিটনেস ভূমিকা রেখেছে। এবার সুনীল শেঠি জানালেন, অর্ধ কোটি টাকার প্রস্তাব ফিরিয়েছেন তিনি।

সম্প্রতি গনমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন সুনীল শেঠি। এ আলাপচারিতায় তামাকের প্রচারে অভিনেতাদের অংশগ্রহণের প্রসঙ্গ উঠে আসে। অজয় দেবগন, সঞ্জয় দত্তের নাম আলোচনায় উঠে আসে, তখন মোটা অঙ্কের অর্থের প্রস্তাব ফেরানোর তথ্য জানান এই অভিনেতা।

সুনীল শেঠি বলেন, “আমাকে তামাকের একটি বিজ্ঞাপনের জন্য ৪০ কোটি রুপির (বাংলাদেশি মুদ্রায় ৫৪ কোটি ৩৮ লাখ টাকা) প্রস্তাব দেওয়া হয়েছিল। আমি তার দিকে তাকিয়ে বলেছিলাম, ‘তুমি কি মনে করো আমি অর্থের লোভে পড়ব? আমি পড়ব না।’ আমার হয়তো সেই অর্থটার দরকারও ছিল। কিন্তু না, আমি এটা করব না।”

কারণ ব্যাখ্যা করে সুনীল শেঠি বলেন, “এটা এমন কিছু, যা আমি বিশ্বাস করি না। আমি এমন কিছু করব না, যা আহান (ছেলে) আর আথিয়ার (কন্যা) ওপর কলঙ্কের দাগ ফেলে। এখন আর কেউ এমন প্রস্তাব নিয়ে আমার কাছে আসার সাহসও করে না।”

২০১৫ সাল থেকে অভিনয়ে সরব ভূমিকা কমতে থাকে সুনীলের। ২০১৬, ২০২০, ২০২২ সালে তার অভিনীত কোনো সিনেমা মুক্তি পায়নি। বাবার অসুস্থতাসহ নানা কারণে এই দূরত্ব ছিল তার।

সুনীল শেঠি বলেন, “মহামারির পর নিজেকে নতুনভাবে দেখতে শুরু করি। নিজেকে গড়ে তুলেছি, ট্রেনিং করেছি, পড়াশোনা করেছি এবং আরো অনেক কিছু করেছি। তারপর নিজের ওপর এতটাই আত্মবিশ্বাসী হয়ে উঠি যে, মনে হয় কারো কাছ থেকে স্বীকৃতি পাওয়ার দরকার নেই।”

খানিকটা ব্যাখ্যা করে সুনীল বলেন, “ঈশ্বর আমার সঙ্গে ছিলেন—যখনই আমার প্রয়োজন হয়েছে, তিনি আমার সঙ্গে ছিলেন, আমাকে চাইতে হয়নি। এটা আপনাকে এক ভিন্ন ধরনের আত্মবিশ্বাস দেয়। সেই আত্মবিশ্বাসই আমার সবকিছু বদলে দিয়েছে।”

সুনীল শেঠি অভিনীত মুক্তিপ্রাপ্ত শেষ সিনমো ‘হান্টার টু’। অ্যাকশন ঘরানার এ সিরিজে জ্যাকি শ্রফও অভিনয় করেছেন। সুনীল শেঠির পরবর্তী সিনেমার মধ্যে রয়েছে—‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। এ সিনেমায় রয়েছেন অক্ষয় কুমার, পরেশ রাওয়াল, সঞ্জয় দত্ত, লারা দত্ত, আরশাদ ওয়ারসি, রাভিনা ট্যান্ডন প্রমুখ।

তাছাড়াও ‘হেরা ফেরি থ্রি’ সিনেমার কাজও হাতে নিয়েছেন সুনীল শেঠি। আগামী বছরের ফেব্রুয়ারি কিংবা মার্চে সিনেমাটির শুটিং শুরুর কথা রয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/7tz9
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন