বৈশাখী টিভির দীর্ঘ ধারাবাহিক ‘চাপাবাজ’ নাটকের আজ ৫৫০ পর্ব। প্রচার হবে রাত ৯.২০ মিনিটে। অভিনয়ে হাসান জাহাঙ্গীর, আফজাল শরিফ, ফারক আহমেদ, নাদের চৌধুরী, আশরাফ কবির, জয়,অনন্যা অনু , শামীম, শাহীন, ববি, জ্যাকি, তমাল প্রমুখ। রচনা, চিত্রনাট্য ও পরিচালনা হাসান জাহাঙ্গীর।
পরিচালক হাসান জাহাঙ্গীর বলেন, একটি নাটকের ৫৫০ পর্ব পেরিয়ে আশা কম কথা নয়। দর্শকপ্রিয়তার কারণেই এমনটা সম্ভব হয়েছে। তাদের প্রতি আমি কৃতজ্ঞ। কৃতজ্ঞতা বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান সম্পাদক টিপু আলম মিলনের প্রতি, যিনি প্রচারের সুযোগ না দিলে কোনোদিনই এ নাটক দর্শকদের কাছে পৌঁছানো সম্ভব হতো না।
সমাজে চাপাবাজ মানুষের অভাব নেই। তিলকে তাল করাই তাদের কাজ। এই চাপাবাজির কারণে কার কি ক্ষতি হলো তা ভাববার সময়ও তাদের নেই। এসব চাপাবাজের নানা কান্ড কারখানা নিয়েই নাটকের কাহিনী।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/6m03
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন