English

26.8 C
Dhaka
বুধবার, জুলাই ১৬, ২০২৫
- Advertisement -

৬ বছর পর সিনেমায় মিথিলা

- Advertisements -

নাসিম রুমি: ছয় বছর পর অভিনয়ে ফিরলেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’ বিজয়ী তানজিয়া জামান মিথিলা। সম্প্রতি শেষ করেছেন একটি অ্যান্থোলজি ফিল্মের শুটিং। জাহিদ প্রীতম পরিচালিত এ সিনেমার নাম ‘থার্সডে নাইট’।

পুরো সিনেমার শুটিং শেষ, শুধুমাত্র একটি দৃশ্যের শুটিং বাকি বলে জানিয়েছেন এ মডেল-অভিনেত্রী।

শিগগিরই বাকি অংশের কাজ শেষ হবে বলেও জানান তিনি।

শোবিজের জনপ্রিয় এ মডেল ২০১৯ সালে অভিনয়ে নাম লিখিয়েছিলেন বলিউড সিনেমায়। ‘রোহিঙ্গা’ শিরোনামের এ সিনেমাটি মুক্তি পায় পরের বছর। এরপর তাকে আর অভিনয়ে দেখা যায়নি।
দীর্ঘ এ বিরতি প্রসঙ্গে কালের কণ্ঠকে তানজিয়া জামান মিথিলা বলেন, ‘আমার বলিউড সিনেমাটি মুক্তির পর বেশ কিছু সিনেমার প্রস্তাব আসলেও তখন তা করা হয়নি। তাছাড়া মডেলিং নিয়েই বেশ ব্যস্ত ছিলাম আমি। এখন যেরকম অনেক ভালো ভালো সিনেমা হচ্ছে ইন্ডাস্ট্রিতে, সেগুলো দেখে আগ্রহী হলাম। ভাবলাম যে, ভালো গল্প হলে কাজ করা যায়।

এখন যে কাজটা করলাম সেটার গল্পও বেশ ভালো, পরিচালকও বেশ সাপোর্টিভ।’

‘থার্সডে নাইট’ প্রসঙ্গে তিনি বলেন, বন্ধুত্বের গল্প নিয়ে বেশ সুন্দর একটা ফিল্ম। বন্ধুত্বের গল্প হলেও এখান থ্রিল রয়েছে, আরো অনেক কিছুই রয়েছে।

জানা গেছে, আলফা আই প্রযোজিত অ্যান্থোলজি ফিল্ম ‘থার্সডে নাইট’-এ আরো অভিনয় করেছেন সৌম্য জ্যোতি, সামিরা খান মাহি, ফররুখ রেহান প্রমুখ। আসছে ঈদুল আজহায় এটি একটি ওটিটি প্লাটফর্মে মুক্তি পাবে বলে জানা গেছে।

প্রসঙ্গত, তানজিয়া জামান মিথিলা দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠিত ‘ফেস অব এশিয়া’ ২০১৯-এ বাংলাদেশের প্রতিনিধিত্বকারী প্রতিযোগী হিসেবে অংশ নিয়ে ইন্দোনেশিয়ার আইয়ুমওলিদা ফেস অব এশিয়া ২০১৯-এর বিজয়ী হিসেবে মুকুট অর্জন করেন। এরপর মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০ সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হন। এরমধ্যে বলিউডে নাম লেখান ‘রোহিঙ্গা’ সিনেমা দিয়ে। ‘দাবাং’, ‘কমান্ডো’, ‘দঙ্গল’ সিনেমার সহকারী পরিচালক হায়দার খান পরিচালিত এ সিনেমায় রোহিঙ্গা তরুণী হুসনে আরার চরিত্রে অভিনয় করেন মিথিলা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/5eyx
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন