English

21 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫
- Advertisement -

৬০ বছরে প্রেমে পড়া ‘অপ্রত্যাশিত’: আমির খান

- Advertisements -

নাসিম রুমি: ৬০ বছর বয়সে এসেও ফের প্রেমের সম্পর্কে জড়িয়েছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের পর গৌরী নামে এক নারীর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক তার; যা নিয়ে বি-টাউনে আলোচনা ছিল তুঙ্গে। এবার সম্প্রতি এক সাক্ষাৎকারে গৌরীর সঙ্গে তার এই প্রেম কে ‘অপ্রত্যাশিত’ বলেই মন্তব্য করলেন আমির নিজে।

গত জন্মদিনের অনুষ্ঠানেই প্রেমিকা গৌরীকে সকলের পরিচয় করিয়ে দিয়েছিলেন আমির খান । ৬০ বছরে এসে তিনি আবার প্রেমে পড়বেন, তা কখনো ভাবেননি বলেও জানান আমির। গৌরীর সঙ্গে অপ্রত্যাশিত সম্পর্ক নিয়ে আমির বলেন, ‘আমি কখনো ভাবিনি যে, আমি আমার জীবনে ফের এমন কাউকে পাব। আমার মনে হয়েছিল বাকিটা পথ হয়তো আমাকে একাই চলতে হবে। কিন্তু গৌরীর সঙ্গে দেখা হওয়ার পর পুরো পরিস্থিতি পালটে যায়। গৌরী আমার জীবনে স্থিরতা নিয়ে এসেছে।’

আমির খান তার অতীতের দুই দাম্পত্য জীবন নিয়েও কথা বলেন। জানান, তার আগের দুটি বিয়েই টেকেনি। কিন্তু তা সত্ত্বেও তিনি রিনা দত্ত, কিরণ রাও এবং বর্তমান প্রেমিকা গৌরীর সঙ্গে দেখা হওয়ায় নিজেকে ভীষণ ভাগ্যবান মনে করেন। তার জীবনে তাদের প্রত্যেকের অবদান অনস্বীকার্য বলেও জানান এই নায়ক।

আমির খানের প্রথম বিয়ে হয়েছিল রিনা দত্তের সঙ্গে ১৯৮৬ সালে। দীর্ঘ ১৬ বছরের বিবাহিত জীবনের ইতি টেনে তারা ২০০২ সালে আলাদা হন। পরবর্তীকালে কিরণ রাওয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধেন আমির। এই বিয়েতেও ২০২১ সালে ইতি টানেন তারা। তবে বিবাহবিচ্ছেদ হলেও রিনা ও কিরণ— দুজনের সঙ্গেই আমিরের সম্পর্ক ভালো আছে বলে জানা যায়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/5eeq
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন