English

25.8 C
Dhaka
বৃহস্পতিবার, আগস্ট ২৮, ২০২৫
- Advertisement -

৮০০ শাড়ি নিয়ে ‘বিগ বস’-এ ঢুকে আলোচনায় তনয়া

- Advertisements -

অবশেষে শুরু হয়েছে ভারতের জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস’-এর ১৯তম আসর। এবারের শোতে প্রথম দিনেই নিজের কিছু মন্তব্য দিয়ে সবার নজর কেড়েছেন উদ্যোক্তা তনয়া মিত্তাল। বিলাসবহুল জীবনযাপনের জন্য পরিচিত এই প্রতিযোগী আবারও চমকে দিলেন তার অদ্ভুত ঘোষণায়।

শুধু তা-ই নয়, ‘বিগ বস’ এর ঘরে আসার সময় তিনি ৮০০ শাড়ি নিয়ে এসেছেন বলে জানান।

তনয়া বলেন, ‘আমি বিলাসবহুল জীবন ছেড়ে আসিনি। আমি আমার গহনা, অন্যান্য জিনিস এবং ৮০০-র বেশি শাড়ি নিয়ে এসেছি। প্রতিদিনের জন্য আমি তিনটি করে শাড়ি বেছে রেখেছি, যেগুলো আমি দিনের বিভিন্ন সময়ে পরিবর্তন করব।’

এরপর সম্মান এবং তার ব্যক্তিগত নিরাপত্তা নিয়েও কিছু মন্তব্য করেন তনয়া। তিনি বলেন, ‘আমার দেহরক্ষীরা কুম্ভ মেলায় ১০০ জনের প্রাণ বাঁচিয়েছিল, এমনকি পুলিশকেও বাঁচিয়েছিল, তাই আমি আজ এখানে। আমার দেহরক্ষীরা খুবই প্রশিক্ষিত। আমি এখনো কোনো হুমকি পাইনি, তবে আমি একটি পাওয়ার অপেক্ষায় আছি এবং এর পরই নিরাপত্তা রাখা হবে।’

তার কথায়, ‘আমাদের পরিবারে বহুদিন ধরে এটা চলে আসছে। আমাদের সবারই নিরাপত্তা ছিল। নিরাপত্তার সঙ্গে হাঁটাচলার অভ্যাস আছে আমাদের। আমরা ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা এবং অন্যান্য কর্মীদের সঙ্গে থাকতে পছন্দ করি।’

এদিকে গত রবিবার বিগ বসের গ্র্যান্ড প্রিমিয়ারে সালমান খান ১৯-এর প্রতিযোগীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। এবার প্রতিযোগীদের তালিকায় রয়েছেন অশনূর কৌর, জিশান কাদরি, নাগমা মিরাজকর, আয়েশ দারবার, নেহাল চুড়াসামা, অভিষেক বাজাজ, বাসির আলি, গৌরব খান্না, নাতালিয়া জানোসেক, প্রণীত মোরে, ফারহানা ভাট, নীলম গিরি, কুনিক্কা সুদানন্দ, আমাল মালিক এবং মৃদুল তিওয়ারি।

তবে ফারহানা প্রথম পর্বেই শো থেকে বাদ পড়েছেন।

এই বছর ‘বিগ বস ১৯’-এর থিম হলো ‘ঘরওয়ালোঁ কি সরকার’, যা প্রতিযোগীদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিয়েছে। এই শো প্রতিদিন রাত ৯টায় জিও হটস্টার এবং রাত সাড়ে ১০ টায় কালারস টিভিতে দেখা যাবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ldqz
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন