English

30.7 C
Dhaka
শনিবার, আগস্ট ২, ২০২৫
- Advertisement -

৯১ বছর বয়সে অভিনেত্রী হিসেবে বড়পর্দায় অভিষেক আমির খানের মায়ের!

- Advertisements -

নাসিম রুমি: বলিউড তারকা আমির খান এবার এক অভাবনীয় ঘোষণা করলেন—তাঁর মা জিনাত হুসেন প্রথমবার বড় পর্দায় অভিনয় করছেন! ৯১ বছর বয়সে ‘সিতারে জ়মিন পর’ ছবির শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি, যা মুক্তি পাচ্ছে আগামী ২০ জুন। এটি আমিরের প্রযোজনা সংস্থার তৈরি এবং পরিচালনায় রয়েছেন আর.এস. প্রসন্ন।

কীভাবে ঘটল এই চমকপ্রদ ঘটনা? আমির জানালেন, ছবির শুটিং চলাকালীন একদিন তাঁর মা জিজ্ঞেস করেন কোথায় শ্যুট হচ্ছে, আর ছবি তৈরি হয় কীভাবে, সেটা দেখতে চান। তখনই প্রসন্ন আমিরকে অনুরোধ করেন—“স্যার, যদি মাকে একবার অনুরোধ করেন, শেষ গানের শ্যুট চলছে—একটা বিয়ের দৃশ্য। অতিথিদের মধ্যে উনিও থাকলে দারুণ হত।”

প্রথমে অবাক আমির সাফ বলেন, “তুমি পাগল! আমি মা-কে কিছুতেই বলতে পারব না। উনি খুবই জেদি, শুনবেনই না।”তবে পরিচালকের আবদারে অবশেষে বলেই ফেলেন, “আম্মি, একবার গেলে কেমন হয়? অতিথি হিসেবেই তো।” আর আমিরকে অবাক তাঁর মা বলে ওঠেন —“বেশ, ঠিক আছে।”

আমিরের কথায়, “আমি চমকে গিয়েছিলাম! এটাই একমাত্র সিনেমা যেখানে মা শুটে এসেছেন, এবং ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন।” মাকে ভালভাবে উপস্থাপনা করা হয়েছে।

‘সিতারে জমিন পর’-এ আমির খানের সঙ্গে থাকছেন জেনেলিয়া দেশমুখ, যিনি তাঁর প্রেমিকার চরিত্রে। এছাড়া রয়েছেন—আরুষ দত্ত, গোপী কৃষ্ণন বর্মা, সাম্বিত দেশাই, ঋষভ জৈন, সিমরন মাঙ্গেশকর, আয়ুষ বনশালি-সহ একঝাঁক নতুন মুখ।

ছবির গল্প এক সময়ের নামী বাস্কেটবল কোচ আমির খানকে ঘিরে। চাকরি খুইয়ে তাঁকে বাধ্য করা হয় ৯০ দিনের সামাজিক সেবায়—যেখানে তাঁকে প্রশিক্ষণ দিতে হয় বিশেষ চাহিদাসম্পন্ন খেলোয়াড়দের একটি বাস্কেটবল টিমকে। গল্প এগোয় সেই সম্পর্ক, লড়াই ও জয়ের পথেই।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/q84d
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন