একটি কাক ১৭ বছর স্মৃতিধারণ করে রাখতে পারে। এমন একটি গবেষণার ফলাফল জানিয়েছেন ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানী জন মার্জলাফ।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/oyhe
একটি কাক ১৭ বছর স্মৃতিধারণ করে রাখতে পারে। এমন একটি গবেষণার ফলাফল জানিয়েছেন ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানী জন মার্জলাফ।
২০০৬ সাল থেকে শুরু করা এক অনুসন্ধানে তিনি এ তথ্য প্রমাণ করেন।
গবেষক মার্জলাফ বলেন, তিনি একসময় মুখোশ পরে সাতটি কাক আটক করেন, তাদের গায়ে শনাক্তকরণ ব্যান্ড পরিয়ে দেন। যেন তিনি কাকের চোখে ধরা না পড়েন। তারপরও কাকগুলো তাদের জন্য ভীতিকর ঘটনাটি দেখে ফেলে এবং স্মরণে রাখে।
ঘটনার পরের কয়েক বছর পর সেই মুখোশ পরে মার্জলাফ এবং তার সহকর্মীরা ক্যাম্পাসে ঘোরাঘুরি করেন। এ সময় তারা লক্ষ্য করেন কোনো কাক তাদের আক্রমণ বা কোনো শব্দ করছে কিনা। এরকম একটি ঘটনায় তিনি ৫৩টি কাককে লক্ষ্য করেন যার ৪৭টি কাক তাদের দেখে আক্রমণ করে; যার মধ্যে ব্যান্ডপরা কাক ছিল।
তিনি বলেন, ২০১৩ সাল পর্যন্ত কাকগুলোর ডাকার মাত্রা বেশি থাকলেও ধীরে ধীরে কমতে থাকে; যা গত বছর পর্যন্ত ছিল এবং চলতি বছর যেখানে ১৭ বছর পর কাকটি তার জ্বালাতন বন্ধ করেছে; যার গবেষণার তথ্য তিনি শিগগিরই প্রকাশ করবেন।
তিনি মনে করেন, কাকেরা হুমকিমূলক আচরণকে হয় ক্ষমা করতে অক্ষম বা অনিচ্ছুক। তাই তারা তাদের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে তাদের প্রতি অন্যায়কারীদের খুঁজে বের করে এবং দীর্ঘসময় ধরে বিরক্ত করে।
nirapadnews.com
নিরাপদ মিডিয়া এন্ড কমিউনিকেশনস লিমিটেড কর্তৃক প্রকাশিত। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নিবন্ধন নম্বর-১৩। প্রধান সম্পাদক: ইলিয়াস কাঞ্চন নির্বাহী সম্পাদক: মিরাজুল মইন জয়