English

29 C
Dhaka
রবিবার, আগস্ট ১০, ২০২৫
- Advertisement -

কুয়াকাটায় জেলের জালে ধরা বিরল অ্যাঞ্জেলফিশ

- Advertisements -

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির একটি অ্যাঞ্জেলফিশ। এটির দৈর্ঘ্য প্রায় ১৬ ইঞ্চি। রঙিন ও দৃষ্টিনন্দন সামুদ্রিক মাছটির শরীরে হালকা নীল ও হলুদ রঙের লম্বা লম্বা দাগ রয়েছে। মাছটির  মুখমণ্ডল দেখতে অনেকটা ‘মাস্ক’ আকৃতির।

অনেকের কাছে এটি অ্যাকুরিয়াম ফিশ নামেও পরিচিত। রবিবার সকালে মৎস্য বন্দর মহিপুরের আড়তে এ মাছটি নিয়ে আসে।

জেলেরা জানান, গত এক সপ্তাহ আগে ‘এফবি জারিফ তারিফ’ নামের একটি ফিশিং ট্রলার নিয়ে গভীর সাগরে যায় জেলে আনোয়ার মাঝি। ৪ আগস্ট সাগরে জাল ফেলার পর অন্যান্য মাছের সঙ্গে এ মাছটি ধরা পড়ে। তবে এর আগে তাদের জালে এ ধরনের বিরল প্রজাতির মাছ ধরা পড়েনি কখনো।

স্থানীয় মৎস্য ব্যবসায়ী ছগির আকন বলেন, মাছটি দেখে তিনি আনোয়ার মাঝির কাছ থেকে বাসায় নিয়ে যান। তবে এ মাছটি খাওয়া যায় কিনা সে বিষয়ে ধারণা নেই তার।

ওয়ার্ল্ডফিশ-বাংলাদেশের গবেষণা সহকারী বখতিয়ার রহমান বলেন, মাছটির বাংলা নাম ‘অ্যাঞ্জেলফিশ’, বৈজ্ঞানিক নাম (Pomacanthus imperator)। এটি রঙিন একটি সামুদ্রিক মাছ। এর প্রাকৃতিক আবাসস্থল ভারত ও প্রশান্ত মহাসাগরের প্রবাল প্রধান অঞ্চলে। সর্বোচ্চ প্রায় ৪০ সেমি (১৬ ইঞ্চি) পর্যন্ত বড় হতে পারে। মাছটি সাধারণত প্রবাল প্রধান, লবণাক্ত, উষ্ণ সমুদ্র অঞ্চলে থাকে।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, মাছটির বাংলা নাম ‘অ্যাঞ্জেলফিশ’। এটি একটি বিরল প্রজাতির মাছ। উপকূলে সচরাচর দেখা যায় না।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/9blj
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন