উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্ট লাফ এলাকায় এক জেলের জালে ধরা পড়েছিল একটি বিরল নীল লবস্টার।
জেলে স্টুয়ার্ট ব্রাউন নামের ২৮ বছর বয়সী ওই জেলে জানিয়েছেন, এই নীল লবস্টারকে দেখে তারা সবাই চমকে গিয়েছিলেন।
ব্ল্যাকহেড লাইট হাউজের কাছে এই লবস্টারটি ধরা পড়ে। তবে আকারে ছোট হওয়ায় ছবি তুলেই লবস্টারটিকে আবার সাগরে ফিরিয়ে দেওয়া হয়েছে।
ব্রাউন জানান,‘এটা এখন লাফের কোথাও অবস্থান করছে। খুশিতে সাঁতার কাটছে। আশা করছি কেউ আবার এটিকে ধরবে, আবার ছেড়েও দেবে।’
The short URL of the present article is: https://www.nirapadnews.com/4bmo