English

27.1 C
Dhaka
রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫
- Advertisement -

শরতে শুভ্রতা ছড়াচ্ছে কাশফুল

- Advertisements -

আব্দুল গফুর, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: ঋতু চক্রে প্রকৃতিতে এখন শরৎকাল। শরৎ এলেই নীল আকাশে ভেসে বেড়ায় সাদা মেঘের ভেলা। আর গ্রামবাংলার ঝোপঝাড়, রাস্তাঘাট ও নদীর দুই ধারসহ আনাচে-কানাচে কাশফুলের মন মাতানো দৃশ্য চোখে পরে। কাশফুল বাতাসে দোল খাওয়া সে অপরূপ দৃশ্য মন ভরিয়ে দেয়। এমন নয়নাভিরাম সৌন্দর্য যেন হাতছানি দিয়ে ডাকছে প্রকৃতিপ্রেমীদের।

সাম্প্রতিক সরেজমিন উপজেলার নাগর নদীতে গিয়ে দেখা গেছে সাদা কাশফুলের প্রস্ফুটিত রূপ-লাবণ্য, যা প্রকৃতিকে সাজিয়ে তুলেছে অনন্য রূপে। কাশফুলের সৌন্দর্য উপভোগ করতে নানা শ্রেণি পেশার মানুষকে দেখা গেছে। অনেকে কাশফুলের সাথে ছবি তুলছেন।

কাশফুলের সৌন্দর্য দেখতে আসা শীতল কুমার বলেন, এমন নয়নাভিরাম সৌন্দর্য এবং কাশফুলের হেলেদুলে থাকার দৃশ্য অপূর্ব লাগছে। অনেকেই এই কাশফুল দেখতে আসে।

নন্দীগ্রাম সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আজম বলেন, ঋতু পরিক্রমায় এখন শরৎকাল। কাশফুল ফোটে মুগ্ধতা ছড়িয়েছে প্রকৃতিতে। এটি বাংলাদেশের একটি পরিচিত উদ্ভিদ। কাশফুলে রয়েছে বহুবিধ ব্যবহার ও গুনাগুন। কাশবনের নয়নাভিরাম দৃশ্য টিকিয়ে রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক বলেন, কাশফুলের আদি নিবাস রোমানিয়ায়। কাশফুলের ইংরেজি নাম ক্যাটকিন। কাশ ছন গোত্রীয় এক ধরণের ঘাস। এ উদ্ভিদটি সাধারণত ৩ মিটার পর্যন্ত লম্বা হয়। নদীর ধার, চরাঞ্চল, শুকনো এলাকা, গ্রামের উঁচু জায়গায় কাশের ঝাড় বেড়ে ওঠে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/qp3q
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন