খাগড়াছড়িতে বিরল প্রজাতির একটি হিমালয়ান গৃধিনী শকুন উদ্ধার করেছে বন বিভাগ। সোমবার (২৬ জানুয়ারি) খবর পেয়ে জেলা সদরের ভাইবোনছড়া এলাকা থেকে শকুনটিকে উদ্ধার করেন খাগড়াছড়ি সদর রেঞ্জের কর্মকর্তা মোশাররফ হোসেন।
বন বিভাগ সূত্রে জানা গেছে, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে বন বিভাগের একটি দল ভাইবোনছড়া এলাকায় গিয়ে শকুনটিকে উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতা বা শারীরিক দুর্বলতার কারণে শকুনটি উড়তে না পেরে ওই এলাকায় অবস্থান করছিল।
খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা বলেন, উদ্ধারের পর শকুনটিকে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের চিকিৎসকের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে এটি বন বিভাগের তত্ত্বাবধানে রয়েছে। সুস্থ হয়ে উঠলে শকুনটিকে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।
তিনি আরও বলেন, হিমালয়ান গৃধিনী শকুন একটি পরিযায়ী ও সংরক্ষিত বন্যপ্রাণী। পরিবেশের ভারসাম্য রক্ষায় এ প্রজাতির শকুন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া তিনি সাধারণ মানুষকে বন্যপ্রাণী সংরক্ষণে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) এর লাল তালিকায় হিমালয়ান গৃধিনী শকুনকে প্রায় বিপন্ন প্রাণী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
