English

26.1 C
Dhaka
সোমবার, জুলাই ১৪, ২০২৫
- Advertisement -

অ্যাম্বুল্যান্স ডেকে মায়ের প্রাণ বাঁচাল চার বছরের শিশু

- Advertisements -

জাতীয় জরুরি সেবার মাধ্যমে অ্যাম্বুল্যান্স ডেকে মায়ের জীবন বাঁচিয়েছে চার বছর বয়সী অস্ট্রেলীয় শিশু মন্টি ককার। কিভাবে অ্যাম্বুল্যান্স ডাকতে হয়—এক দিন আগেই মায়ের কাছ থেকে শিখেছিল মন্টি।

গত ২৭ আগস্ট অস্ট্রেলিয়ার জাতীয় জরুরি সেবা ০০০ নম্বরে কল করে অপারেটরকে মন্টি বলে, ‘মা পড়ে গেছে। ’

স্বাস্থ্যকর্মী মার্ক স্মল বলেন, ‘আমরা ঘটনাস্থলে (তাসমানিয়ার লঞ্চেস্টন) পৌঁছে দেখি, সে (মন্টি) জানালার সামনে দাঁড়িয়ে আমাদের উদ্দেশে হাত নাড়ছে।

স্মল জানান, মন্টির মা ওয়েন্ডি খিঁচুনিতে আক্রান্ত হয়েছিলেন। মন্টি শান্তভাবে অ্যাম্বুল্যান্সকর্মীদের সাহায্য করে।

শিশু মন্টির দ্রুত চিন্তা করা তার মাকে বিপদ থেকে বাঁচায় মন্তব্য করে স্বাস্থ্যকর্মী মার্ক স্মল বলেন, ‘কেউ পড়ে গিয়ে মাথায় আঘাত পেলে অথবা খিঁচুনি দীর্ঘায়িত হলে বিষয়টি বেশ গুরুতর হতে পারে। ’

মঙ্গলবার তাসমানিয়ার লঞ্চেস্টনের বাড়িতে গিয়ে মন্টির হাতে প্রশংসাপত্র তুলে দিয়েছেন স্বাস্থ্যকর্মীরা।

ঘটনার আগের দিন বিকেলেই কিভাবে ফোন আনলক করে অ্যাম্বুল্যান্স ডাকতে হয়, তা মন্টিকে শিখিয়েছিলেন মা ওয়েন্ডি ককার। তিনি ভাবতেও পারেননি, এত শিগগিরই সন্তানকে সে শিক্ষা কাজে লাগাতে হবে।

ওয়েন্ডি ককার জানান, তিনি অসুস্থ বোধ করার পর স্বামীকে ফোন করার চেষ্টা করছিলেন। কিন্তু তার আগেই পড়ে গিয়ে খিঁচুনির শিকার হন।

স্বাস্থ্যকর্মী মার্ক স্মল বলেন, ‘আমি ১৩ বছর ধরে স্বাস্থ্যসেবার কাজে আছি। একটু বড় শিশুদের অ্যাম্বুল্যান্স ডাকতে দেখেছি। কিন্তু কখনো কোনো চার বছর বয়সী শিশুর কল পাইনি। ’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/7k24
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন