আগুনে চুল ছাঁটতে (ফায়ার কাট) গিয়ে দগ্ধ হয়েছেন এক যুবক (১৮)। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ঘটনাটি ঘটেছে ভারতের গুজরাটে।
পুলিশের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গুজরাটের ভাসলাদ জেলায় ভাপি শহরের একটি সেলুনে ওই যুবক অগ্নিদগ্ধ হন।সম্প্রতি সময়ে তরুণদের মাঝে জনপ্রিয়তা পেয়েছে এই ফায়ার কাট।
পুলিশ জানায়, আগুনে চুল ছাঁটার সময় সেটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে ওই যুবকের ঘাড় ও বুক দগ্ধ হয়। ভুক্তভোগী ওই যুবককে হাসপাতালে নেওয়া হয়েছে।
এ ঘটনার তদন্তকারী কর্মকর্তা কারামসিন মাকওয়ানা বলেন, ভুক্তভোগীর পাশাপাশি নাপিতের বক্তব্য নেওয়ার চেষ্টা চলছে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/ptkh