English

33 C
Dhaka
রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
- Advertisement -

ইমপসিবল ট্রাইবার : আঁকা সহজ, তৈরি করতে পারবেন কি?

- Advertisements -
রজার পেনরোজ। নোবেলজয়ী ব্রিটিশ বিজ্ঞানী। তার বাবা এস এস পেনরোজ ছিলেন নামকরা জীববিজ্ঞানী। ১৯৫৮ সালে বাবা-ছেলে মিলে দুটি অসম্ভব ছবি পাঠান ব্রিটিশ জার্নাল অব সাইকোলজি পত্রিকায়।
 সেই ছবি দুটি ছাপাও হয়। ছবি দুটি প্যারাডক্সিক্যাল ছবির জগতে মোড় ঘুরিয়ে দেয়। প্রথম ছবিটা ছিল একটা ত্রিভুজের। এর বাহুগুলো সাধারণ সরলরেখা দিয়ে আঁকা নয়।
বরং চৌকোনা বার দিয়ে তৈরি।
 

অর্থাৎ সরলরেখার বদলে যদি লম্বা তিন খণ্ড চৌকাঠ ব্যবহ্যার করেন, তাহলে এ ত্রিভুজ আঁকতে পারবেন। শুধু আঁকতেই পারবেন, তৈরি করতে পারবেন না। কেন পারবেন না, সেটা বলে বোঝানো কঠিন, তাই ছবির দিকে লক্ষ করুন।

তৈরি সম্ভব নয়, অথচ দিব্যি এটা আঁকা যাচ্ছে। কারণ, যে কাগজে আঁকছেন, সেটা দ্বিমাত্রিক তল। এটাকে যখন তৈরি করতে যাবেন, অবশ্যই সেটা ত্রিমাত্রিক কাঠামোতে রূপ দিতে হবে। সেটা রীতিমতো অসম্ভব। এ জন্য এ ধরনের ছবিকে বলে ইম্পসিবল অবজেক্ট।
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন