English

25.8 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫
- Advertisement -

ক্যামেরাকে ধোঁকা দিতে ‘অদৃশ্য পোশাক’ আবিষ্কার করে ফেললো চীনা শিক্ষার্থীরা

- Advertisements -

চীনা শিক্ষার্থীরা এমন এক পোশাক আবিষ্কার করেছেন, যা পরলেই আপনি ক্যামেরার চোখে গায়েব হয়ে যাবেন! হংকং-ভিত্তিক সংবাদপত্র সাউথ চায়না মর্নিং পোস্ট (SCMP) জানিয়েছে যে ‘ইনভিসডিফেন্স’ নামের কোটটি, যদিও মানুষের চোখে দৃশ্যমান কিন্তু দিনের বেলা ক্যামেরার চোখে ধরা পড়বে না।

আবার রাতে ইনফ্রারেড ক্যামেরাকে ধোকা দিতে এতে রয়েছে তাপ উৎপন্নকারী উপাদান। পোশাকটির দামও খুব বেশি না। দৃশ্যতই এই পোশাক  নিরাপত্তা ক্যামেরা থেকে মানবদেহকে আড়াল করতে পারে। অর্থাৎ পড়ুয়াদের তৈরি এই ‘অদৃশ্য ক্লোক’ কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দ্বারা পরিচালিত করা নিরাপত্তা ক্যামেরা থেকে মানবদেহকে দিনে বা রাতে লুকিয়ে রাখতে পারে।

SCMP রিপোর্ট করেছে যে এই স্নাতক ছাত্রদের কাজও Huawei Technologies Co. এর একটি প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পেয়েছে। উহান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওয়াং ঝেং, যিনি এই প্রকল্পের তত্ত্বাবধান করেছিলেন, SCMP কে বলেছেন- ” এই পোশাক পরে থাকলে ক্যামেরা ব্যক্তিটির উপস্থিতি ক্যাপচার করতে পারবে তবে এটি একজন মানুষ কিনা তা বলতে সক্ষম হবে না”।

আজকাল, অনেক নজরদারি ডিভাইস মানবদেহ শনাক্ত করতে পারে। রাস্তায় থাকা ক্যামেরাগুলিতে পথচারীদের সনাক্তকরণ ফাংশন রয়েছে এবং স্মার্ট কারগুলি পথচারী, রাস্তা এবং বাধাগুলি শনাক্ত করতে পারে। আমাদের ইনভিসডিফেন্স নামের কোটটি পরে থাকলে আপনাকে  ক্যামেরা  ক্যাপচার করতে পারবে  , কিন্তু আপনি মানুষ কিনা তা বলতে পারবে  না।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ekrl
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন