English

31 C
Dhaka
শনিবার, জুন ১৪, ২০২৫
- Advertisement -

হুড়মুড় করে দোকানে ঢুকলো হাতিটি, তারপরের ঘটনায় সবাই অবাক

- Advertisements -

থাইল্যান্ডের পাক চং-এর একটি ছোটো দোকানে ঘটে গেছে এক অবিশ্বাস্য ঘটনা। খাও ইয়াই ন্যাশনাল পার্ক থেকে বেরিয়ে প্লাই ‍বিয়াং লেক নামের এক বুনো হাতি ঢুকে পড়লো সোজা একটি দোকানে। আর সেখানে ঢুকে সে যা কাণ্ড ঘটালো, তা দেখে দোকানের মালিক থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার দর্শকরাও হতবাক।

ভিডিওতে দেখা যাচ্ছে, কাদা মাখা বিশাল হাতিটি দোকানের সরু গলিতে প্রবেশ করে তাক ভর্তি স্ন্যাকস আর গ্রোসারি পণ্যের দিকে এগিয়ে যাচ্ছে। দোকানের মালিক কামপ্লয় কাকায়েও এবং জাতীয় উদ্যানের কর্মীরা মিলে হাতিটিকে দোকান থেকে বের করার চেষ্টা করছেন কিন্তু সে নির্বিকারভাবে নিজের পছন্দের জিনিসপত্র মুখে পুরছে।

দোকান মালিক কামপ্লয় কাকায়েও বলেন, সেদিন সকালে আমি দোকানে জিনিসপত্র এনে সাজিয়েছিলাম। তার মধ্যে আমার কলা, ৯ প্যাকেট মিষ্টি, মুড়মুড়ে চালের চিপস আর একটা স্যান্ডউিচ ছিল। এই স্যান্ডউইচের পুরো প্যাকেটটাই সে সাবাড় করে দিল!

শেষ পর্যন্ত অবশ্য হাতিটিকে কোনো ক্ষতি ছাড়াই দোকান থেকে বের করে আনা সম্ভব হয়। তবে সে খালি হাতে ফিরে যায়নি। ভিডিওতে দেখা যাচ্ছে, চলে যাওয়ার সময় সে তার শুঁড়ে করে একটি খাবার নিয়েই বেরিয়ে যাচ্ছে।

এই ঘটনা থাইল্যান্ডের স্থানীয় হলেও এর হাসির রেশ ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। ইনস্টাগ্রাম ও টিকটকে এই ভিডিও ভাইরাল হয়েছে এবং ব্যবহারকারীরা মজার মজার মন্তব্য করছেন।

সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের কিছু মন্তব্য ছিলো এমন, ‘হাতিটা কিন্তু খুবই ভদ্রভাবে খাচ্ছিলো!’ ‘আগের জন্মে নিশ্চয়ই মানুষ ছিলো আর তার পছন্দের স্ন্যাকস খুঁজছিলো!’ ‘হ্যালো বস? আসলে আমি জানি না কোথা থেকে শুরু করবো!’ ‘বীমা কোম্পানি: কী? দোকানে কে ঢুকেছিল?’ ‘ওরা নিশ্চয়ই কস্টকো পছন্দ করবে!’ ‘এটা একটা গাণিতিক সমস্যা মনে হচ্ছে: যদি একটা হাতি ৩টা আপেল খায়, তাহলে ছাদ মেরামত করতে কত খরচ হবে?’ ‘রাত ২টায় রান্নাঘরে আমি!’

খাও ইয়াই ন্যাশনাল পার্ক ব্যাংকক থেকে প্রায় ১৮৩ কিলোমিটার দূরে অবস্থিত একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এটি সরীসৃপ, পাখি এবং হাতির মতো স্তন্যপায়ী প্রাণীর একটি বৈচিত্র্যময় আবাসস্থল। থাইল্যান্ডে হাতিকে রাজকীয়তা ও শক্তির প্রতীক হিসেবে দেখা হয়। যদিও তারা অত্যন্ত সম্মানিত, তবে চোরা শিকার, আবাসস্থল নষ্ট হওয়া এবং মানুষ-হাতির সংঘাতের কারণে তাদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এই সমস্যা সমাধানের জন্য, ডিএনপি সালে তাদের সুরক্ষিত আবাসস্থলে প্রাণীদের জন্য খাদ্য ও জলের সংস্থান বাড়ানোর একটি পরিকল্পনা শুরু করেছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন