রাতের অন্ধকারে সবার অজান্তে বাড়িতে ঢোকেন তিনি। ওই বাড়ির বাসিন্দারা তখন ঘুমে আচ্ছন্ন। সেই সুযোগেই হাতের কাছে যা পেয়েছেন তা তুলে ঝোলায় ভরেন!
কিন্তু পালানোর কথা বেমালুম ভুলেই গেলেন চোর। ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লেন। পরের দিন সকালে ওই চোরকে ঘুমন্ত অবস্থায় দেখে ধরে ফেলেন বাড়ির মালিকেরা!
ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের কানপুরের নাজিরবাদ থানা এলাকায়।
ওই এলাকার বাসিন্দা বিনোদ কুমার এবং অনিল কুমার— সম্পর্কে দুই ভাই। থাকেন পাশাপাশি বাড়িতে। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, অভিযুক্ত প্রথমে বিনোদের বাড়িতে ঢোকেন। তার পরে আলমারির লকার ভেঙে মূল্যবান জিনিসপত্র ঝোলায় ভরেন। তার পরে অনিলের বাড়িতে ঢোকেন অভিযুক্ত। সেই বাড়ি থেকেও গয়না, টাকাকড়ি চুরি করেন। তার পরে ওই বাড়ির একটি ঘরে ঢুকে ফাঁকা বিছানা দেখে শুয়ে অঘোরে ঘুমিয়ে পড়েন।
পরের দিন ভোরে ঘুমন্ত অবস্থায় চোরকে দেখতে পান অনিল। বাড়ির বিছানায় অজ্ঞাত পরিচিত এক ব্যক্তিকে দেখে প্রথমে হকচকিয়ে যান তিনি। কিছু ক্ষণ পরে বুঝতে পারেন, রাতে তাঁদের বাড়িতে চোর ঢুকেছিলেন। চুরির পর ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েন। তখনই চিৎকার করে বাড়ির সকলকে ডাকেন অনিল। ছুটে আসেন প্রতিবেশীরাও। ওই চোরকে গ্রেফতার করে নাজিরবাদ থানার পুলিশ। পুলিশের অনুমান, মত্ত অবস্থায় চুরি করতে এসেছিলেন ওই চোর।