ঝড়ের বুকে ভালোবাসা—সম্প্রতি এমনই এক চিত্র ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ডাকোটার বিস্তীর্ণ প্রান্তরে ধেয়ে আসছিল ভয়ংকর এক টর্নেডো। আর ঠিক তখনই এক তরুণ হাঁটু গেড়ে বসে আংটি হাতে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন।
প্রকৃতির ভয়াবহতা আর ভালোবাসার আবেগ মিশে সৃষ্টি হয়েছে একটি অনন্য মুহূর্ত, যা বহু মানুষকে বিস্মিত করেছে। ছবিটি তোলা হয়েছে গত ২৮ জুন, আর ক্যামেরার পেছনে ছিলেন ‘স্টর্ম চেজার’ ও আলোকচিত্রী ব্র্যান্ডন কোপিক।
হাঁটু গেড়ে বসা তরুণের নাম ব্রাইস শেলটন। দীর্ঘ কয়েক মাস ধরে তিনি পরিকল্পনা করছিলেন কীভাবে প্রেমিকা পেইজ বার্ডোমাসকে বিয়ের প্রস্তাব দেবেন। দুজনের পরিচয় হয়েছিল প্রায় এক বছর আগে, একটি সাধারণ প্রেম নয়—তারা দুজনেই ঝড়ের পেছনে ছুটে বেড়ান, অর্থাৎ পেশাগতভাবে স্টর্ম চেজিং করেন।
শেলটনের ভাষায়, প্রেমিকাকে প্রস্তাব দেওয়ার জন্য এর চেয়ে ‘নাটকীয়’ ও অর্থবহ পরিবেশ তিনি আর কল্পনাও করতে পারেননি। সেই পরিকল্পনারই বাস্তবায়ন ঘটেছে টর্নেডোর মুখোমুখি দাঁড়িয়ে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) প্রকাশিত ছবিটি ইতোমধ্যেই ১ কোটি ৭০ লাখের বেশি বার দেখা হয়েছে। সেখানে কেউ একে বলেছেন ‘ইতিহাসের সবচেয়ে মহাকাব্যিক প্রস্তাব’, আবার কেউ লিখেছেন, ‘জীবনের সেরা ছবি এটা, যদিও কাউকেই আমি চিনি না!’
পেইজ বার্ডোমাসও ওই মুহূর্তের স্মৃতি নিজের এক্স অ্যাকাউন্টে ভাগ করে নেন। তিনটি টর্নেডোর ছবি ও একটিতে শেলটনের হাতে দেওয়া আংটির ক্লোজআপ দিয়ে তিনি লেখেন,
‘এই দিনটাকে আর কীভাবে ছাড়িয়ে যাওয়া সম্ভব? দক্ষিণ ডাকোটায় আমার ভালোবাসার মানুষের সঙ্গে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা হলো। আর এখন সে আমার বাগদত্তা! জীবনের সবচেয়ে মহাকাব্যিক উপায়ে প্রস্তাব দিয়েছে। তোমার সঙ্গে পুরো জীবন কাটানোর অপেক্ষায় আছি @BryceShelton01।’
তবে এই নজিরবিহীন প্রেমঘটনার উৎসাহে কেউ যেন ঝুঁকিপূর্ণ পরিবেশে নিজের জীবনের ঝুঁকি না নেন, সে বিষয়ে স্থানীয় প্রশাসন সতর্কবার্তা দিয়েছে। তারা জানিয়েছে, টর্নেডো বা খারাপ আবহাওয়ার সময় প্রস্তুতি ছাড়া কোনো এলাকায় প্রবেশ করা অত্যন্ত বিপজ্জনক হতে পারে।
ভালোবাসা আর ঝুঁকির মধ্যেকার এই ছবিটি তাই শুধু আবেগ নয়, আলোচনারও কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।