English

24.3 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ৮, ২০২৫
- Advertisement -

ফোন চুরি করেছিল যে, তারই প্রেমে পড়লেন নারী

- Advertisements -

প্রেম কোনো বাধা মানে না, বয়স বোঝে না, দেখে না গোত্র-বর্ণ-পরিচয়। মনের মিল খুঁজে পেলেই হলো। তখন আর কোনো কিছুকে অসম্ভব মনে হবে না। এমনকি ফোন চোরের প্রেমে পড়াও! হ্যাঁ, বাস্তবেই এমনটি ঘটেছে ব্রাজিলের এক নারীর সঙ্গে।

নিউইয়র্ক পোস্টের খবরে জানা যায়, ওই নারীর নাম এমান্যুয়েলা। স্থানীয় সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে নিজের প্রথম প্রেম সম্পর্কে বলতে গিয়ে তিনি জানান, আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম, যেখানে সে থাকতো। দুর্ভাগ্যবশত আমি চুরির শিকার হই।

সাক্ষাৎকার দেওয়ার সময় এমান্যুয়েলার পাশেই ছিলেন তার প্রেমিক। তিনিও জানিয়েছেন কীভাবে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়লেন তারা।

ওই যুবক বলেন, আমি খুব খারাপ অবস্থার ভেতর দিয়ে যাচ্ছিলাম। কারণ আমার কোনো প্রেমিকা ছিল না। আমি ফোনে যখন ওর ছবি দেখলাম, তখন নিজেই নিজেকে বললাম, কী সুন্দরী নারী! তুমি এমন সুন্দরী প্রতিদিন দেখবে না।

তখন থেকেই মেয়েটির ফোন চুরি করা নিয়ে আক্ষেপ হতে থাকে যুবকের।

এই পর্যায়ে সাক্ষাৎকারগ্রহীতা মজার ছলে জিজ্ঞেস করেন, তার মানে, আপনি প্রথমে তার ফোন চুরি করলেন, এরপর মন?

জবাবে সেই চোর যুবক বলেন, ঠিক তাই!

জানা যায়, এ যুগল গত দুই বছর ধরে প্রেম করছেন। তবে মেয়েটির বাবা-মা একসময়ের ফোন চোরের সঙ্গে সন্তানের সম্পর্ক মেনে নিয়েছেন কি না, তা পরিষ্কার নয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে ভাইরাল হয়েছে সেই সাক্ষাৎকারের ভিডিও। এতে প্রতিক্রিয়া জানিয়েছেন হাজার হাজার মানুষ।

একজন লিখেছেন, প্রথমে কৌতুক মনে হচ্ছিল… কিন্তু এটি সত্য।

আরেক ব্যক্তির মন্তব্য, ভালোবাসায় সবই সম্ভব।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/qib6
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন