নাম তার শীলা জোশী। প্রতিদিন সকাল হলেই রাস্তায় নেমে পড়তেন ভিক্ষা করতে।
কেউ তাকে ভিক্ষা দিতেন, কেউ বা নিতেন মুখ ফিরিয়ে। উসকো-খুশকো চুল আর শতচ্ছিন্ন কাপড় পরিহিত শীলাকে ভিখারি ভেবে খুচরো পয়সা দিয়েছেন অনেকে। তবে তাদের চোখ কপালে উঠেছে এবার।
সম্প্রতি জানা গেছে, ভারতের মধ্যপ্রদেশের খান্ডোয়ার ওই নারীর ব্যাংক অ্যাকাউন্টে মিলেছে সাড়ে ৭ লাখ টাকা।
খান্ডোয়ার কোতোয়ালি থানার পাশেই ডেরা বেঁধেছিলেন শীলা। সারাদিন ভিক্ষা করে রাতে সেখানেই ঘুমাতেন। কিন্তু তিনি নাকি বিএসএনএল-এর পদস্থ কর্মী ছিলেন। অবসর নেন ২০০৫ সালে।
কয়েকদিন আগে শীলার খোঁজ পান ছেলে অরবিন্দ। সংবাদমাধ্যমকে অরবিন্দ জানান, তার মা মানসিক ভারসাম্যহীন। তার ব্যাংক অ্যাকাউন্টে সাড়ে সাত লাখ টাকা আছে। এছাড়া আরও অনেক সম্পত্তি রয়েছে তার।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/7i6d