English

29.4 C
Dhaka
বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫
- Advertisement -

ভূমিকম্পে কাঁপছিল অপারেশন থিয়েটার, তবুও সার্জারি চালিয়ে যাচ্ছিলেন চিকিৎসকরা

- Advertisements -

রাশিয়ার কামচাটকা ক্রাই অঞ্চলে ৮ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপছিল একটি হাসপাতালের অপারেশন থিয়েটার। কিন্তু ওই সময় রোগীর সার্জারিতে ব্যস্ত চিকিৎসকরা কোনোরকম ভয় বা আতঙ্ক না দেখিয়ে শান্তভাবে কাজ চালিয়ে গেছেন। তারা নিজেদের সুরক্ষা নিয়ে না ভেবে পুরো মনোযোগ দিয়েছেন রোগীর নিরাপত্তায়।

রুশ সংবাদমাধ্যম রাশিয়ান টেলিভিশন (আরটি)-এর প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, চারজন চিকিৎসক একটি অপারেশন থিয়েটারে এক রোগীর অস্ত্রোপচার করছিলেন। এ সময় হঠাৎ করেই শুরু হয় ভূমিকম্প। কাঁপতে থাকে পুরো ঘর, যন্ত্রপাতিগুলো নড়তে থাকে। এরপরও চিকিৎসকরা স্থির থাকেন এবং অপারেশন চালিয়ে যান।

আরটি জানায়, এই ঘটনাটি ঘটেছে কামচাটকা ক্রাই উপদ্বীপের একটি হাসপাতালে। বুধবার সকালে এই অঞ্চলে ৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এর কিছুক্ষণের মধ্যে আরও দুটি আফটারশক হয়, যার একটি ছিল ৬ দশমিক ৯ মাত্রা এবং অন্যটি ৬ দশমিক ৩ মাত্রার।

ভূমিকম্পের মূল আঘাতটি এসেছিল যখন চিকিৎসকরা অপারেশনের একেবারে মাঝামাঝি পর্যায়ে ছিলেন। তখন তারা থেমে যাননি, বরং সবার আগে রোগীকে নিরাপদ রাখার চেষ্টা করেন। তারা ঠান্ডা মাথায় কাজ চালিয়ে যান এবং অপারেশন শেষ করেন।

রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আরটি জানিয়েছে, সার্জারিটি সফলভাবে শেষ হয়েছে এবং রোগী এখন পুরোপুরি বিপদের বাইরে।

চিকিৎসকদের এই পেশাদারিত্ব ও সাহসিকতা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়াচ্ছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/oz8u
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন