English

30.8 C
Dhaka
সোমবার, আগস্ট ৪, ২০২৫
- Advertisement -

হাতি-ঘোড়া-গাড়ি নয়, বুলডোজারে করে বিয়ে করতে এলেন বর!

- Advertisements -

এতদিন দামি গাড়ি, হেলিকপ্টার ইত্যাদি করে বিয়ে করতে যাওয়ার কথা শুনেছেন। সেই সঙ্গে পুরনোর দিনের রীতি মেনে হাতি-ঘোড়ায় চড়েও বিয়ে করতে যাওয়ার কথা এখনও শোনা যায়। কিন্তু কখনও কি শুনেছেন বুলডোজারে কথা  বিয়ে করার  কথা।

নজিরবিহীন এই ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে। ওই প্রতিদেশের বাহরাইচ শ্রাবস্তি রোডের বাসিন্দারা এমন ঘটনার সাক্ষী থাকলেন।

কনের নাম রুবিনা। সেখানকার লক্ষ্মণপুর শঙ্করপুরের বাসিন্দা। তার পরিবারও বুলডোজার দেখে তাজ্জব বনে গেছেন! বুলডোজার-সহ ওই শোভাযাত্রা দেখে হাসি চেপে রাখতে পারেননি স্থানীয়রাও। অনেককে বলতে শোনা যায়, “বুলডোজার বাবা কী জয়!”

প্রসঙ্গত, ওই রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উদ্দেশেই তার সমর্থকেরা বুলডোজার বাবা বলে থাকেন। বাহরাইচের বিজেপি বিধায়ক অনুপমা জায়সওয়াল জানিয়েছেন, বুলডোজার সুষ্ঠু প্রশাসনের প্রতীক হয়ে উঠেছে রাজ্যে। সমস্ত সম্প্রদায়ই তা গ্রহণ করেছেন।

তবে বিজেপি বিধায়কের মন্তব্যের বিরুদ্ধে সরব অনেকেই। তাদের বক্তব্য, ওই বিয়েতে নিছক কৌতুকের বশে বুলডোজার ব্যবহার করা হলেও মূলত বুলডোজার হল ধ্বংসের প্রতীক। সম্প্রতি সুপ্রিম কোর্ট যোগী প্রশাসনকে সতর্ক করে দিয়ে জানিয়েছে, বেআইনিভাবে বুলডোজার নীতি প্রয়োগ করা যাবে না।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/jzfd
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন