অনুষ্ঠান চলা অবস্থায় হঠাৎ করেই সেখানে হাজির হয় একটি সিংহ। সেটিকে দেখে প্রাণ বাঁচানোর জন্য দৌড়াদৌড়ি শুরু হয়ে যায় অতিথিদের মধ্যে।
অতিথিদের মধ্যেই একজন প্রাণভয়ে একটি গাছে উঠে যান। সিংহের নজর পড়েছিল ওই ব্যক্তির দিকে। এতে সিংহটিও গাছে উঠে যায়।
গাছে উঠে ওই ব্যক্তির পা কামড়ে ধরার চেষ্টাও করে। সিংহকে গাছে উঠতে দেখেও ভয়ে হাত ছেড়ে দেননি ওই ব্যক্তি। বরং সিংহের আক্রমণ থেকে বাঁচতে জন্তুটির মুখে বার বার লাথি মারতে থাকেন। যদিও তারপর কী হয়েছিল তা জানা যায়নি। কারণ ভিডিওটি সেখানেই শেষ হয়ে যায়।
ভিডিওটি প্রকাশ্যে আসতেই পরবর্তী ঘটনা নিয়ে কৌতূহলের শেষ নেই। অনেকের প্রশ্ন- সিংহের হামলা থেকে কি ওই ব্যক্তি নিজেকে বাঁচাতে পারলেন? কেউ কি তাকে বাঁচাতে এসেছিলেন? যদিও সেই প্রশ্নের উত্তর পাওয়া যায়নি।
ভিডিওটি পুরনো। নতুন করে ভাইরাল হয়েছে।
ঠিক এমন একটি ঘটনা ঘটেছিল মেক্সিকোতে। সেটি গত বছর। এক বিয়ের অনুষ্ঠানের এক ভাল্লুক এসে হাজির হয়। তারপর অতিথিদের ফেলে যাওয়া খাবারের ওপর হামলে পড়ে সেটি। কিন্তু কাউকে আক্রমণ করেনি ভাল্লুকটি।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/up5y