English

27.8 C
Dhaka
শনিবার, আগস্ট ২, ২০২৫
- Advertisement -

পুলিশের ভয়ে ৯ কোটি টাকার কানের দুল গিলে ফেলল চোর, অতঃপর?

- Advertisements -

সাত লাখ ৬৯ হাজার ৫০০ ডলার (বাংলাদেশি মুদ্রায় ৯ কোটি ৩৪ লাখ) মূল্যের দুই জোড়া হীরাখচিত কানের দুল গিলে ফেলেছিল এক চোর। অবশেষে সেই কানের দুল উদ্ধার করেছে পুলিশ।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডো শহরে ঘটে এমনই এক ঘটনা। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

অরল্যান্ডো পুলিশ জানিয়েছে, জেথান গিল্ডার নামের ৩২ বছর বয়সি সেই চোরকে গত ২৬ ফেব্রুয়ারি আটক করা হয়। তবে ওই সময়েই তিনি টিফানি অ্যান্ড কোং-এর হীরার তৈরি দুই জোড় কানের দুল গিলে ফেলেছিলেন। আটকের পর গিল্ডারকে ১২ দিনেরও বেশি সময় অরল্যান্ডোর একটি হাসপাতালে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়। পরে তার শরীর থেকে কানের দুলগুলো বের করে আনা হয়।

গিল্ডারের বিরুদ্ধে মাস্ক পরে ডাকাতি এবং মহাচুরির অভিযোগ আনা হয়েছে। পুলিশের অভিযোগ, গিল্ডার যুক্তরাষ্ট্রের জাতীয় পর্যায়ের একজন বাস্কেটবল খেলোয়াড়ের সহকারীর পরিচয় দিয়েছিলেন, যাতে ফ্লোরিডার অরল্যান্ডোতে টিফানি অ্যান্ড কোং স্টোরের একটি ভিআইপি রুমে তাকে ‘অত্যন্ত উচ্চমানের গহনা’ দেখানো হয়।

অভিযোগ অনুযায়ী, গিল্ডার ওই দোকানের কর্মচারীদের বিভ্রান্ত করেছিলেন। তারপর দুই জোড়া কানের দুল নিয়ে দোকান থেকে পালিয়ে যান। সন্দেহভাজন দোকান থেকে পালানোর সময় ৫ লাখ ৮৭ হাজার ডলার মূল্যের একটি হীরার আংটিও ফেলে দেয় বলে জানা গেছে।

সেদিনই পুলিশ যখন তাকে ধরে ফেলে এবং তারা অনুমান করে যে, গিল্ডার চুরি করা সেই কানের দুলগুলো গিলে ফেলেছেন।

সিবিএস নিউজ জানিয়েছে, গিল্ডারকে জেলে নিয়ে যাওয়ার সময় কর্মকর্তারা তাকে বলতে শোনেন, ‘আমার উচিত ছিল সেগুলো জানালা দিয়ে ফেলে দেওয়া।’

জেলে জিজ্ঞাসাবাদের সময় গিল্ডার কর্মীদের জিজ্ঞাসা করেছিল, ‘আমার পেটে যা আছে তার জন্য কি আমাকে অভিযুক্ত করা হবে?’ পরে পুলিশ একটি এক্স-রে করে দেখতে পায় যে, ওই ব্যক্তির পেটের ভেতরে অজানা বস্তু রয়েছে।

অরল্যান্ডো পুলিশ জানিয়েছে, তারা গিল্ডারকে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যায় এবং প্রায় দুই সপ্তাহ ধরে তাকে পর্যবেক্ষণ করে।

তদন্ত কর্মকর্তা অ্যারন গস জানান, গিল্ডার বর্তমানে অরেঞ্জ কাউন্টি জেলে আটক রয়েছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/m66i
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন