সঙ্গে সঙ্গে ধুলোয় লুটিয়ে পড়েন আর্কিমিডিস।
আর্কিমিডিসের নিহত হওয়ার খবর শুনে বিজয়ী রোমান সম্রাট দুঃখ পেয়েছিলেন। অথচ তিনি যুদ্ধের আগে সৈন্যদের বলে দিয়েছিলেন যেন আর্কিমিডিসকে হত্যা করা না হয়। তিনি গুণের কদর করতেন। যদিও আর্কিমিডিসের কারণে বারবার যদ্ধে হেরেছেন তিনি।
তাঁর তৈরি আয়না পুড়িয়ে মেরেছে রোমান সৈন্যদের, তাঁর অদ্ভুত যন্ত্র ডুবিয়ে দিয়েছে বহু জাহাজ। তবু আর্কিমিডিসের প্রতি ক্ষিপ্ত হননি সম্রাট। বরং গুণী মানুষটিকে একবার স্বচোক্ষে দেখতে চেয়েছিলেন তিনি। আহাম্মক সৈন্যটির নির্বুদ্ধিতায় মহান মানুষটাকে দেখার সাধ সে সাধ আর মেটেনি।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/v6o8