English

26.6 C
Dhaka
সোমবার, জুলাই ৭, ২০২৫
- Advertisement -

দেখার মতো কী কী রয়েছে নেদারল্যান্ডসে?

- Advertisements -

ইউরোপের উত্তরপশ্চিম অংশের ছোট্ট সুন্দর একটি দেশ নেদারল্যান্ডস। এটিকে হল্যান্ড বলেও ডাকেন কেউ কেউ। দেশটির লোকদের বলা হয় ডাচ। ফুটবলের দুনিয়ায় ডাচদের দাপট বহুদিনের। যদিও আজপর্যন্ত বিশ্বকাপের শিরোপা হাতে নেওয়া হয়নি তাদের। তবু বিশ্বব্যাপী নেদারল্যান্ডস ফুটবল দলের ভক্তের অভাব নেই, বাংলাদেশেও পাওয়া যাবে কিছু কিছু।

নেদারল্যান্ডসের আয়তন মাত্র সাড়ে ৪১ হাজার বর্গকিলোমিটার আর জনসংখ্যা সবমিলিয়ে ১ কোটি ৭৫ লাখের মতো। কিন্তু আয়তন-জনসংখ্যায় ছোট হলেও অর্থনীতি ও পর্যটনের কারণে ডাচদের সুখ্যাতি বিশ্বজোড়া। দেশটিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান। এককথায়, ভ্রমণের জন্য দারুণ জায়গা নেদারল্যান্ডস।

একনজরে দেখে নেওয়া যাক নেদারল্যান্ডসের সেরা ১০ দর্শনীয় স্থান কোনগুলো-

১. আমস্টারডামের খাল

নিঃসন্দেহে দেশটির সেরা ভ্রমণস্থান আমস্টারডাম। এটি বিশ্বের অন্যতম সুন্দর শহর বলে পরিচিত। ভেনিসের মতো আমস্টারডামেরও অবিচ্ছদ্য অংশ এর খালগুলো। বিশেষ করে জর্ডান এলাকাটি পর্যটকদের জন্য সেরা আকর্ষণীয় স্থান। খাল বেয়ে শহরের বেশিরভাগ জায়গায় চলাচল করা যায়। আমস্টারডামের বেশিরভাগ দর্শনীয় স্থাপনাগুলো এসব খালের আশপাশেই অবস্থিত। এখানকার রাস্তার পাশে দোকানগুলোর খ্যাতিও বিশ্বজোড়া।

২ কেউকেনহফ

The short URL of the present article is: https://www.nirapadnews.com/8ynv
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন