English

32 C
Dhaka
মঙ্গলবার, জুন ৬, ২০২৩
- Advertisement -

আবারও ধাক্কা খেল মেসিরা

- Advertisements -

নাসিম রুমি: এই ভালো তো এই খারাপ। পিএসজির মৌসুমটা এভাবেই যাচ্ছে।

Advertisements

লিগ ওয়ানে কয়েক ম্যাচ পরপরই খাচ্ছে ধাক্কা। এবার লঁরিয়ের কাছে ৩-১ গোলে হারলেন লিওনেল মেসিরা।

সেটাও ঘরের মাঠে। আশরাফ হাকিমি লাল কার্ড দেখায় ম্যাচের বেশিরভাগ সময় একজন খেলোয়াড় কম নিয়ে খেলতে হয় স্বাগতিকদের।
পার্ক দ্য প্রিন্সেসে ম্যাচের ১৫তম মিনিটেই এগিয়ে যায় লঁরিয়ে। রোমাঁ ফেভার ক্রস থেকে আড়াআড়ি শটে জাল খুঁজে নেন এনজো লু ফি। ২০ তম মিনিটে দশ জনের দলে পরিণত হয় পিএসজি। দ্বিতীয় হলুদ কার্ড থেকে মাঠ ছাড়েন দলটির মরক্কান ডিফেন্ডার আশরাফ হাকিমি।

Advertisements

২৯তম মিনিটে কিলিয়ান এমবাপ্পের গোলে সমতা টানে পিএসজি। গোলরক্ষকের ভুলের সুযোগ নিতে কোনো ভুল করেননি তিনি। ফরাসি এই ফরোয়ার্ডকে একজন ফেলে দিলেও ফাউল দেননি রেফারি। গোলরক্ষকের চোখে পড়েনি তা, তাই তিনি একটু সামনেই। ছুটে গিয়ে সেই বল জালে পাঠান এমবাপ্পে! সেই সমতা ধরে রাখতে পারেনি পিএসজি। ৩৯তম মিনিটে লঁরিয়েকে ফের এগিয়ে নেন দারলিন ইয়ংওয়া। বিরতির পর ৮৮ মিনিটে ব্যবধান বাড়ান দাইয়েং।

হারের পরও ৩৩ ম‍্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন