English

35 C
Dhaka
শুক্রবার, সেপ্টেম্বর ২০, ২০২৪
- Advertisement -

ইংলিশ ক্লাব বার্নলিতে রোনালদিনহোর ছেলে

- Advertisements -
Advertisements

ব্রাজিলের ফুটবল কিংবদন্তি রোনালদিনহোর ছেলেকে দলে ভিড়িয়েছে ইংলিশ ক্লাব বার্নলি। তার ছেলের নাম জোয়াও মেন্ডেস ডি অ্যাসি মোরেইরা। বার্সেলোনার অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলা এই তারকাসন্তান দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ইংলিশ চ্যাম্পিয়নশিপের দলটিতে। গত আসরে প্রিমিয়ার লিগে খেলা বার্নলি ১৯তম হয়ে নেমে গেছে দ্বিতীয় স্তরে। শক্তি বাঁড়াতেই তারা দলে ভিড়িয়েছে রোনালদিনহো পুত্রকে।

ব্রাজিলের ক্লাব ফ্ল্যামেঙ্গো থেকে উত্থান হয়েছিল রোনালদিনহোর। ছেলে মেন্ডিস বাবার পদাঙ্কই অনুকরণ করেছেন। তারও ফুটবলে হাতেখড়ি হয়েছে ফ্ল্যামেঙ্গো থেকে। বাবার পদাঙ্ক অনুসরণ করে ২০২৩ সালের মার্চে বার্সেলোনার অনূর্ধ্ব-১৯ দলে যোগ দিয়েছিলেন। কিন্তু কাতালানে মেন্ডেসের সময়টা খুবই কম কাটল। বাবা রোনালদিনহো সার্বিক বিষয়গুলোর দেখাশোনা করলেও বার্সায় চুক্তি বাড়াতে পারেননি।

Advertisements

মেন্ডেসকে ভবিষ্যতের জন্য তৈরি করতে চায় বার্নলি। নতুন শিষ্যকে নিয়ে আশাবাদী বার্নলি কোচ পার্কার। তিনি বলেছেন, ‘ভবিষতের কথা ভেবে আমরা এই খেলোয়াড়কে নিয়ে এসেছি। আমরা ওকে ধীরে ধীরে প্রস্তুত করব।’

বার্নলি চ্যাম্পিয়নশিপ শুরু করেছে লুটন টাউনের বিপক্ষে ৪-১ ব্যবধানে জয়ের মাধ্যমে। আগামী শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচটি তারা খেলবে কার্ডিফ সিটির সঙ্গে। ম্যাচটি ঘরের মাঠে খেলবে বার্নলি।যেখানে অভিষেক হতে পারে মেন্ডেসের।
সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন