কাতার বিশ্বকাপের নিজেদের দ্বিতীয় ম্যাচে ওয়েলসকে ২-০ গোলে হারিয়ে দুর্দান্তভাবে টুর্নামেন্টে টিকে থাকলো ইরান।
নির্ধারিত সময়ের শেষ পর্যন্ত গোল শূন্য সমতা ধরে রাখলেও যোগ করা সময়ে লাল কার্ডের ধকলটা সামলাতে পারেনি গ্যারেথ বেলসের ওয়েলস। ১০ জনকে নিয়ে ধুঁকতে থাকা ওয়েলসকে তিন মিনিটের ব্যবধানেই ইরানের কাছে ২ গোল হজম করতে হয়েছে।
যোগ করা সময়ের অষ্টম মিনিটে ইরানের হয়ে প্রথম গোলটি করেন রৌজবে চিশমি আর ১১তম মিনিটে গোলটি আসে রামিম রেজাইয়ানের পা থেকে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/l3dn