English

27 C
Dhaka
শুক্রবার, অক্টোবর ৪, ২০২৪
- Advertisement -

এবার চোটে পড়েছেন এমবাপ্পে, দুশ্চিন্তায় রিয়াল

- Advertisements -

নাসিম রুমি: লা লিগায় টানা চতুর্থ ম্যাচে গোল করার পর এবার ইনজুরিতে পড়েছেন রিয়াল মাদ্রিদের ফরাসী তারকা কিলিয়ান এমবাপ্পে। স্পেনের গণমাধ্যমগুলো জানিয়েছে তিন সপ্তাহের জন্য ছিটকে যেতে পারেন রিয়াল আক্রমণভাগের এ প্রাণভোমরা।

Advertisements

বুধবার ২৫ বছর বয়সী তারকার চোটের বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে রিয়াল। সেখানে বলা হয়েছে, ‘রিয়াল মাদ্রিদের মেডিকেল বিভাগ আমাদের খেলোয়াড় কিলিয়ান এমবাপের শারীরিক পরীক্ষা করে দেখেছে যে, তার বাম পায়ের বাইসেপস ফেমোরিসে আঘাত লেগেছে। আগামী দিনগুলোতে তার অগ্রগতি পর্যবেক্ষণ করা হবে।’

Advertisements

এমবাপে ছিটকে গেছেন কিনা তা অবশ্য উল্লেখ করা হয়নি রিয়ালের মেডিকেল রিপোর্টে। তবে স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছে, তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে। রিয়ালের জন্য স্বাভাবিকভাবেই তা হবে বড় ধাক্কা।

গতকাল মঙ্গলবার রাতে লা লিগায় ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে আলাভেসকে ৩-২ গোলে হারায় স্প্যানিশ চ্যাম্পিয়নরা। শুরুর একাদশে থাকা এমবাপে ৪০তম মিনিটে খুঁজে নেন জাল। এর আগে আরও একবার নিশানা ভেদ করেছিলেন তিনি। কিন্তু অফসাইডে থাকায় সেই গোল বাতিল হয়ে যায়।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন