ইংলিশ প্রিমিয়ার লিগের পর করোনা ভাইরাসের থাবা পড়ছে লিগ ওয়ান ও স্প্যানিশ লা লিগাতেও। রোববার (২ জানুয়ারি) বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসির করোনায় আক্রান্তের খবর পাওয়া গেছে।
এরই ধারবাহিকতায় এবার কোভিড পজিটিভ হয়েছে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও।
গতকালই রোনালদোর করোনায় আক্রান্তের খবরটি নিশ্চিত করে ব্রাজিলিয়ান ক্লাব ক্রুজেইরো। এক টুইটারে ক্লাবটি জানায়, আইসোলেশনে রয়েছে ব্রাজিলিয়ান সাবেক এই ফরোয়ার্ড। ক্লাবের ১০১ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল তার। কিন্তু করোনার কারণে আর যোগ দেওয়া হয়নি এই লিজেন্ডের।
এর আগে গতকাল লিওনেল মেসিসহ ফরাসি জায়ান্ট পিএসজির চারজন খেলোয়াড় করোনায় আক্রান্ত হওয়ার খবর এসেছে। ক্লাবের ওয়েবসাইটে এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করা হয়েছে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/v4sw