English

36 C
Dhaka
শুক্রবার, সেপ্টেম্বর ২০, ২০২৪
- Advertisement -

ক্রীড়া সাংবাদিককে ধর্ষণের অভিযোগে আটক আর্জেন্টিনার ৪ ফুটবলার

- Advertisements -

নাসিম রুমি: আর্জেন্টিনার এক ক্রীড়া সাংবাদিককে হোটেল কক্ষে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে ৪ ফুটবলারের বিরুদ্ধে। এই ঘটনায় প্রিমিয়ার ডিভিশনের ক্লাব ভেলেজ সার্সফিল্ডের এই ফুটবলারকে আটকও করা হয়েছে।

আটক চার ফুটবলার উরুগুয়ের ৩৭ বছর বয়সী গোলকিপার সেবাস্তিয়ান সোসা, প্যারাগুয়ের ২৭ বছর বয়সী মিডফিল্ডার হোসে ফ্লোরেন্তিন এবং আর্জেন্টিনার ব্রায়ান কুফরে ও আবিয়েল ওসোরিও। ধর্ষণের অভিযোগে তদন্ত চলছে তাদের বিরুদ্ধে। এই সময়ে তারা যেন পালিয়ে যেতে না পারেন, এর জন্যই ৪৮ ঘণ্টার জন্য আটক রাখা হচ্ছে।

Advertisements

স্থানীয় এক টেলিভিশনে অভিযোগকারীর আইনজীবী পাত্রিসিয়া নেমে বলেছেন, শুনানির আগে আটক করার জন্য পর্যাপ্ত প্রমাণ তাদের কাছে আছে।

২৪ বছর বয়সী ওই নারী সাংবাদিককে আর্জেন্টিনার তুকুমানের এতটি হোটেলে নিমন্ত্রণ করেছিলেন সোসা। সেখানে আগে থেকেই বাকি তিন ফুটবলারও ছিলেন। চারজনের সঙ্গে পানীয় পান করার পর তার মাথা ঘেরাচ্ছিল বলে জানান ওই সাংবাদিক। তিনি একটি বিছানায় শুয়ে পড়েছিলেন এবং এরপরই ধর্ষণের শিকার হন।

Advertisements

ভেলেজ সার্সফিল্ড আজ এক বিবৃতিতে জানিয়েছে যে ওই চার ফুটবলারকে তারা নিষিদ্ধ করেছে এবং তাদের বিরুদ্ধে ক্লাবের অভ্যন্তরীণ তদন্ত শুরু করার নির্দেশও দেওয়া হয়েছে। ৪৮ ঘণ্টা পেরোনোর পর একজন বিচারক ঠিক করবেন ওই চার ফুটবলারের আটকাদেশ আরও বাড়ানো হবে কি না।

ভেলেজ একটি ঐতিহ্যবাহি ক্লাব। ১০ বার তারা জাতীয় শিরোপা জিতেছে। ১৯৯৪ সালে তারা কোপা লিবার্তাদোরেস ট্রফি জয় করেছিল। পুরনো এই ক্লাবটি জানিয়েছে, অভিযোগ জানার পর চার ফুটবলারের চুক্তি স্থগিত করেছে তারা।

এই ঘটনায় নিন্দা জানিয়ে তারা বলে, ‘ক্লাবের নীতি ও মূল্যবোধের বিরোধী কাজের সঙ্গে জড়িত থাকায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি।’

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন