English

34 C
Dhaka
শনিবার, জুলাই ১২, ২০২৫
- Advertisement -

গোল্ডেন বল হামেসের, বুট আর গ্লাভস দুটিই মার্টিনেজের দখলে

- Advertisements -

নাসিম রুমি: ২৯ বছর কোনো শিরোপা জিততে না পারা আর্জেন্টিনা গতবার কোপা আমেরিকায় কাটায় শিরোপাখরা। এরপর কাতার বিশ্বকাপ জেতা আর্জেন্টিনা টানা দ্বিতীয় কোপা আমেরিকা জিতে চক্রপূরণ করল। ষোলোতমবারের মতো শিরোপা জিতে কোপা আমেরিকায় সর্বোচ্চ শিরোপার রেকর্ড গড়েছে আলবিসেলেস্তেরা। লিওনেল মেসির ইনজুরি সত্বেও আর্জেন্টিনার ফের কোপা আমেরিকা জেতার পেছনে বড় অবদান লাউতারো মার্টিনেজ আর এমি মার্টিনেজের।

পাঁচ গোল করে গোল্ডেন বুট জিতেছেন লাউতারো মার্টিনেজ। আসরের সেরা খেলোয়াড়ের গোল্ডেন বল জিতেছেন হামেস রদ্রিগেজ। গোল্ডেন গ্লাভস জিতেছেন লাউতারো মার্টিনেজ।

দীর্ঘকাল আর্জেটিনাকে বলতে গেলে একাই টেনেছেন মেসি। অথচ আর্জেন্টিনার টানা দ্বিতীয় কোপা আমেরিকা জেতায় মেসি থাকলেন পার্শ্বচরিত্র হয়ে। টুর্নামেন্টে সর্বোচ্চ গোল করে আর্জেন্টিনাকে শিরোপা জেতাতে দারুণ অবদান রেখেছেন লাউতারো মার্টিনেজ। ইন্টার মিলানের অধিনায়ক ৬ ম্যাচে ৫ গোল করে জিতে নিয়েছেন এবারের আসরের গোল্ডেন বুট।

আর্জেন্টিনার ফের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে দারুণ অবদান গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের। কাতার বিশ্বকাপের সেরা গোলরক্ষক এমি কোপা আমেরিকায়ও পেলেন সেরা গোলরক্ষকের গোল্ডেন গ্লাভস। আসরে আর্জেন্টিনার খেলা ছয় ম্যাচের পাঁচটিতেই গোল হজম করেননি মার্টিনেজ।

তবে সেরা খেলোয়াড়ের গোল্ডেন বল আর্জেন্টিনা ঘরে তুলতে পারেনি। কলম্বিয়াকে ফাইনালে তুলতে দুর্দান্ত ফুটবল উপহার দেয়া হামেস রদ্রিগেজই নির্বাচিত হয়েছেন এবারের আসরের সেরা খেলোয়াড়।

আসরে ১টি গোল ও ৬টি অ্যাসিস্ট করে সবাইকে পেছনে ফেলেছেন হামেস। মেসির (৭) পর দ্বিতীয় সর্বোচ্চ ৫টি বিগ চান্সও তিনিই তৈরি করেছেন। সব মিলিয়ে সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতার পথে হামেসের কোনো প্রতিদ্বন্দ্বীই ছিল না। তবে ২৩ বছর পর দলকে ফাইনালে তুললেও শেষটা রাঙাতে পারেননি তিনি। লাউতারো মার্টিনেজের একমাত্র গোলে শিরোপা গেছে আর্জেন্টিনার ঘরে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ve95
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন