যুক্তরাষ্ট্রের মায়ামিতে ট্রাক চালানোর সময় দুর্ঘটনার শিকার হয়েছেন লিওনেল মেসির বোন মারিয়া সল। এতে তার শরীরের কিছু অংশ পুড়ে গেছে। সেইসঙ্গে মেরুদণ্ডের কশেরুকা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দুর্ঘটনার কারণে মারিয়ার বিয়ের দিন–তারিখও পেছানো হয়েছে। আগামী ৩ জানুয়ারি বিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম ক্লারিন এক প্রতিবেদনে জানিয়েছে, মারিয়া নিজেই তাদের এই দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন। পাশাপাশি তার মা সেলিয়া এবং আর্জেন্টিনার সাংবাদিক ও টিভি উপস্থাপক আনহেল দি ব্রিতো দুর্ঘটনার খবরটি জানিয়েছেন। মারিয়া এখন বিপদমুক্ত। তবে আঘাত থেকে সুস্থ হয়ে উঠতে বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হবে তাকে।
মেসির জন্মভূমি আর্জেন্টিনার রোজারিওতে মারিয়ার বিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা। ভারত সফর শেষে এখন মেসি রোজারিওতে ছুটি উপভোগ করছেন। তার মা সেলিয়া জানিয়েছেন, মারিয়া এসইউভি চালানোর সময় একটি দেয়ালে ধাক্কা মারেন। এতে তার কবজির কিছু অংশ পুড়েছে, মেরুদণ্ডের দুটি কশেরুকা ক্ষতিগ্রস্ত হয় এবং গোড়ালি ভেঙেছে।
মারিয়ার প্রেমিকের নাম হুলিয়ান। ইন্টার মায়ামি অনূর্ধ্ব–১৯ দলের সহকারী কোচ হিসেবে কাজ করছেন তিনি। রোজারিওর দক্ষিণাঞ্চলে লা বাজাদা অঞ্চলে থাকতে কৈশোর থেকে প্রেমে জড়িয়ে পড়েন মারিয়া ও হুলিয়ান। ১২ বছরের প্রেমের সম্পর্ক তাদের।
বিশ্ব ফুটবলের মহাতারকা মেসির বোন মারিয়া পেশায় একজন ব্যবসায়ী। মেয়েদের সাঁতারের পোশাক প্রস্তুতকারী ব্র্যান্ড ‘বিকিনিস রিও’–এর মালিক তিনি।
