English

27.5 C
Dhaka
শুক্রবার, জুলাই ৪, ২০২৫
- Advertisement -

দেখে নিন বিশ্বকাপের ড্রয়ে ব্রাজিল-আর্জেন্টিনা কোন পটে!

- Advertisements -

আগামীকাল শুক্রবার বাংলাদেশ সময় রাত ১০টায় অনুষ্ঠিত হবে কাতার বিশ্বকাপের ড্র। এর আগে ৩২ দলকে আলাদা চারটি পটে ভাগ করা হয়েছে। প্রতিটা পটে রয়েছে আটটি করে দল।

সর্বশেষ প্রকাশিত ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষ সাত দেশ ও স্বাগতিক কাতারকে নিয়ে করা হয়েছে প্রথম পট।

এরপর দ্বিতীয় ও তৃতীয় পট ফিফা র‍্যাংকিং অনুযায়ী করা হলেও চতুর্থ পটে তা করা হয় না। চতুর্থ পটে ফিফা র‍্যাংকিংয়ের শেষ পাঁচ দেশ এবং প্লে অফ খেলে আসা বাকি তিনটি দেশ এখানে যুক্ত হবে। যা হবে আগামী জুনে।

আট গ্রুপের পাঁচটিতে দুটি করে ইউরোপিয়ান দল থাকবে, বাকি তিনটিতে একটি করে। এ ছাড়া অন্য কোনো গ্রুপে একটি মহাদেশ থেকে একটির বেশি দেশ থাকবে না। উদাহরণ হিসেবে বলা যায়, ব্রাজিলের সঙ্গে উরুগুয়ে একই গ্রুপে থাকবে না।

পট ১ : কাতার, ব্রাজিল, বেলজিয়াম, ফ্রান্স, আর্জেন্টিনা, ইংল্যান্ড, স্পেন ও পর্তুগাল।
পট ২ : মেক্সিকো, নেদারল্যান্ডস, ডেনমার্ক, জার্মানি, উরুগুয়ে, সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র ও ক্রোয়েশিয়া।
পট ৩ : সেনেগাল, ইরান, জাপান, মরক্কো, সার্বিয়া, পোল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও তিউনিসিয়া।
পট ৪ : ক্যামেরুন, কানাডা, ইকুয়েডর, সৌদি আরব, ঘানা এবং প্লে অফ থেকে আসা তিন দেশ।

ইউরো অঞ্চলে ইউক্রেন ও স্কটল্যান্ডের মধ্যকার জয়ী দলের সঙ্গে খেলবে ওয়েলস। এই ম্যাচের বিজয়ী দল যাবে বিশ্বকাপে। কনকাকাফ অঞ্চলের দেশ কোস্টারিকা ও ওশেনিয়া অঞ্চলের দেশ নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচের বিজয়ী দল যাবে বিশ্বকাপে এবং এশিয়া অঞ্চলের অস্ট্রেলিয়া ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার ম্যাচের বিজয়ী দলকে খেলতে হবে আন্ত মাহদেশীয় প্লে অফ। যেখানে তাদের প্রতিপক্ষ লাতিন আমেরিকার পেরু। এই ম্যাচের বিজয়ী দল যাবে কাতার বিশ্বকাপে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/z4vc
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন