English

26.9 C
Dhaka
শনিবার, জুলাই ৫, ২০২৫
- Advertisement -

নেইমারের অ্যাকাউন্ট থেকে অর্থ চুরি

- Advertisements -

ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমারের ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ আত্মসাতের অভিযোগে সাও পাওলোর পুলিশ এক যুবককে গ্রেফতার করেছে। পুলিশ সূত্র জানায়, অনলাইন ব্যাংকিং ব্যবহার করে ব্রাজিলিয়ান স্ট্রাইকারের অ্যাকাউন্ট থেকে প্রায় ৩৭ হাজার ইউরো চুরি করে যুবকটি। তবে মামলার তদন্তের স্বার্থে গোপন রাখা হয়েছে অভিযুক্তের পরিচয়।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, একটি প্রতিষ্ঠানের প্রশাসনিক সহকারী হিসেবে কাজ করা ২০ বছর বয়সি যুবকটি একটা বড় অপরাধী চক্রের সঙ্গে জড়িত। ব্রাজিলে অনলাইনে অর্থ লেনদেনে পিআইএক্স নামক একটি পদ্ধতি ব্যবহার করা হয়। অভিযুক্ত যুবক পিআইএক্স ব্যবহার করেই নেইমারসহ অনেকের অ্যাকাউন্ট থেকে অর্থ আত্মসাৎ করেছিল।

সাও পাওলো পুলিশের প্রধান ফাবিও লোপেস স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, অভিযুক্ত ব্যক্তি সহকর্মীর আইডি ব্যবহার করতেন। পরে ক্রয়ক্ষমতা অনেক বেশি এমন ব্যক্তিদের অ্যাকাউন্ট থেকে ছোট ছোট অঙ্ক চুরি করা শুরু করত। সে প্রথমে ১ হাজার ৪০০ পাউন্ড সরিয়েছে, এরপর ২ হাজার ৮০০ পাউন্ড। এবং এরপর ৭ হাজার পাউন্ড।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/aenj
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন